X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৩
image

রিটেক পরীক্ষার ফি বাতিল, নিজ বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ এবং অনিয়মের মাধ্যমে হওয়া ফটোগ্রাফারের নিয়োগ বাতিলের দাবিতে আজ সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যপ্রিবি) শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্দোলনের নেতা ছাত্রলীগ সভাপতিই ভিসির কাছে নিয়োগের সূত্রে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করেছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন শুরু করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ যবিপ্রবি শাখার সভাপতি সুব্রত বিশ্বাসের ভাষ্য, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাবিধ অনিয়ম ও খামখেয়ালিপনায় জড়িত। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উপরে রিটেক পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়মের মাধ্যমে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, অনৈতিক সুবিধা নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একজন ফটোগ্রাফার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিজেকে যশোরে কর্মরত ফটোসাংবাদিক দাবি করলেও তাকে কেউই চেনে না। এসব অনিয়মের প্রতিবাদেই মূলত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেছেন, উপাচার্য ও রেজিস্ট্রার মহোদয় ক্যাম্পাসে নেই। ফলে ডিন কমিটির সঙ্গেই তারা আলোচনায় বসতে যাচ্ছেন। মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে যবিপ্রবি সূত্রে জানা গেছে, সম্প্রতি যবিপ্রবিতে একজন ফটোগ্রাফার নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের সূত্রে আর্থিক সুবিধা পেতে ভিসির কাছে সোমবার সকালে অনৈতিক দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস। ভিসি বিষয়টি নাকচ করায় ছাত্রলীগ সভাপতি ভিসির কক্ষ থেকে বেরিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ মিজানুর রহমানের সঙ্গে। তার ভাষ্য, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের বলা হয়েছে, সেমিস্টার পরীক্ষা চলছে এবং সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তারা যেন এখন তাদের কর্মসূচি প্রত্যাহার করে। ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে রয়েছেন; তিনি এলে তাদের সঙ্গে বসবেন।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী