X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা শুধু বাংলাদেশ নন, আন্তর্জাতিক নেতা’

ভোলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৩

উন্নয়ন কনসার্ট উপলক্ষে আলোচনা সভায় বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন মহান নেতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।’

সোমবার ভোলা সরকারি স্কুল মাঠে উন্নয়ন কনসার্ট উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে কেউ ভোলার নদীভাঙন রোধ করেনি, প্রধানমন্ত্রী নদীভাঙন রোধে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। দেশের গ্রামগুলো শহরের পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হত্যা লুটপাট করেছে, অনেক অপকর্ম করেছে, এমন কোনও নেতা নেই যাকে বিএনপি অত্যাচার থেকে রক্ষা করেছে। সেই স্মৃতি এখনও মানুষের মনে আছে।’

উন্নয়ন কনসার্ট মন্ত্রী এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নয়ন কনসার্টে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বাস্তবে মঙ্গার কোনও অস্তিত্ব নেই, সেটি এখন জাদুঘরে। আজকে বাংলাদেশের দিগন্তজুড়ে সবুজের ধানক্ষেত শিল্প প্রতিষ্ঠান। দেশের প্রতিটি গ্রাম গ্রামান্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মমতাজ, রেশমি মির্জা, অনুরাধা মুক্তি, হৃদয় খান, ফিডব্যাক সংগীত পরিবেশন করেন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা