X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাটোরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা: খরচ নিয়ে চিন্তিত উদযাপন পরিষদ

নাটোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১

প্রতিমা তৈরির কাজ চলছে।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দুর্গা প্রতিমা সেটের খড়ের কাজ শেষ। এখন শুরু হয়েছে মাটির কাজ। দুর্গা পূজা শুরুর এখনো প্রায় এক মাস বাকি থাকলেও এরইমধ্যে শুরু হয়েছে কালেকশনের কাজ। তবে পূজার খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উদযাপন পরিষদ।

পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, গত বছর জেলায় ৩৪৭টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপন হলেও এবার প্রায় ৩৬০টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। প্রায় ২ মাস আগে শুরু হয়েছে প্রতিমা নির্মাণের কাজ।

সরেজমিন সদর উপজেলার ভাটোদাড়া কালী মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা শিল্পী সুম্ভু চরণ সূত্রধর জানান, তাদের দলে চারজন প্রতিমা শিল্পী রয়েছে। সুজন কুমার পাল তাদের দল নেতা। এ বছর তারা মোট ২০টি প্রতিমা সেট নির্মাণের অর্ডার পেয়েছেন।

এর মধ্যে নাটোর সদর উপজেলার আট সেট, লালপুর উপজেলায় এক সেটে, রাজশাহী তাহেরপুর এলাকার তিন সেট, সিংড়া উপজেলার ৩ সেট এবং নলডাঙ্গা উপজেলার ৫ সেট প্রতিমা রয়েছে।

প্রতি সেট প্রতিমায় রয়েছে দুর্গা, লক্ষী, কার্তিক, গণেশ, ওশুর, সিংহ, হাঁস, ময়ূর, ইঁদুর, পেঁচা ও মহাদেবের মূর্তি। এরইমধ্যে সব প্রতিমার খড়ের কাজ শেষ হয়েছে। শুরু হয়েছে মাটির কাজ।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এবার প্রতি সেট প্রতিমা ১৫ থেকে শুরু করে ৫০ হাজার টাকায় অর্ডার নেওয়া হয়েছে।

খড়ের কাজ শেষ এখন  চলছে মাটির কাজ

অপর এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, সাধারণ উপাদান দিয়ে তৈরি প্রতিমা সেট ১৫ হাজার টাকা। আর বড় আকৃতির ও ভালো মানের উপাদান দিয়ে ভারতীয় আদলে তৈরি প্রতিমা সেটের জন্য তারা ৫০ হাজার টাকা নেন।

দিঘাপতিয়া প্রসন্ন কালী মাতা মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার শীল জানান, গত বছরের তুলনায় এবার প্রতিমা সেটের দাম বেশি। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজা উদযাপন এর খরচ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। পূজার প্রায় এক মাস বাকি থাকলেও খরচের টাকা জোগাড় করতে কালেকশন শুরু করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তপন কুমার শীল দাবি করেন, গত বছর দুর্গা পূজায় খরচ ১ লাখ ১২ হাজার টাকা হলেও তারা সরকারি অনুদান এবং কালেকশন মিলেয়ে পেয়েছিলেন ৮৬ হাজার টাকা।

এ অবস্থায় প্রতিমা সেটের অর্ডার মূল্য বেশি এবং অন্য জিনিসের মূল্য গতবারের চেয়ে বেশি হওয়ায় আসন্ন দুর্গা পূজার খরচ গতবারের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন তারা। এ অবস্থায় দুর্গাপূজার খরচ জোগাড়ে নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চিত্তরঞ্জন সাহা বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘জেলার পূজা মণ্ডপগুলোকে সরকারি দেওয়ার জন্য এরইমধ্যে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। অনুদান আসলেই মণ্ডব কমিটিকে সহায়তার টাকা দেওয়া হবে।’ তবে গতবারের তুলনায় এবারে বাড়তি খরচের কথা মাথায় রেখে অনুদান অর্থের পরিমাণ বাড়ানোর জন্য তিনি প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা যে সব মণ্ডপে হবে তার তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা তৈরি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মণ্ডপ কমিটির খরচ বিবেচনা করে চাহিদা পাঠানো হবে। অনুদানের অর্থ আসলে মণ্ডপ কমিটির হাতে তুলে দেওয়া হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ