X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ড. কামাল-বি. চৌধুরীকে সাধুবাদ: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

বক্তব্য রাখছেন কামরুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

সুষ্ঠু, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়ায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে সাধুবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘ড. কামাল হোসেন ও বি. চৌধুরীকে সাধুবাদ; সাধুবাদ জানাই তাদের ঐক্যজোটকেও। কারণ, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে কথা বলে তাদের কোনও প্রকার ছাড় দেওয়া হবে না।’ এসময় ড. কামাল হোসেন ও বি. চৌধুরীকে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত না মেলানোর আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের রোহিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের নির্বাচন পরিচালনা কার্যক্রম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের চেয়ে আগামী সংসদ নির্বাচনকে খাটো করে দেখার উপায় নেই। আসন্ন নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন বিএনপি সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে জুলুম, অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল তা কখনও ভুলবার নয়। বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না বলে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির এখন চিন্তা, বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা এখন বিদেশিদের সঙ্গে দেন-দরবার করছে। কিন্তু নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করে যেমন অতীতে কোনও লাভ হয়নি; এখনও লাভ হবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি খালি মাঠে গোল দিতে চাই না। আমি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু বিএনপি-জামায়াত চক্র তা চায় না। তাদের মূল কাজ, ষড়যন্ত্র করা। কাজেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘গত ৯ বছর আমি এই এলাকার (ঢাকা-২) এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক কাজ করেছি; আবার অনেক কাজ করতে পারেনি। ভুল-ত্রুটি থাকতে পারে। এজন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দরদৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যাতে আপনাদের সেবা করতে পারি, দোয়া করবেন।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির সদস্য ও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আযম খান বারকুর, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম- আহ্বায়ক হাজী আবু সিদ্দিক, দফতর সম্পাদক এনামূল হক, প্রচার সম্পাদক মো. শাহজাহান ভুঁইয়া, আইকে শাহীন, আলতাফ হোসেন বিপ্লব, মো. ফজলুর রহমান, মো. জসীম উদ্দিন, শাহাদাৎ হোসেন প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো