X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছোটখাটো ভুল শুধরে নেবো, আপনারা বড় ভুল করবেন না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দেশবাসীকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ছোটখাটো ভুল করলে শুধরে নেবো, আপনারা বড় ভুল করবেন না।’

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে নিজ নির্বাচনি এলাকা মনসুরনগরে থানা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা ভুল করি না বা আমাদের দোষ নেই, আমরা তা বলি না। ভুল হতে পারে, মন্ত্রীরও ভুল হতে পারে। মানুষ ভুল করে; ফেরেশতা ও শয়তান ভুল করে না। কিন্তু গত ১০ বছরে দেখেছেন, যারা ভুল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকেও বের করে দিয়েছেন, এমপিকেও জেলে পাঠিয়েছেন, কর্মীদের শায়েস্তা করেছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন এলেই চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। এবারও তা শুরু হয়েছে। তবে বিএনপি-জামায়াত জোট যত হুমকি দিক না কেন; নির্বাচন প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। নির্বাচন যথাসময়েই হবে এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে; এর কোনও বিকল্প নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ অন্ধকার থেকে আলোয় ফিরেছে। তিনি জঙ্গি দমন ও সমুদ্রসীমা জয় করেছেন। তার বলিষ্ঠ পদক্ষেপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। নির্বাচন সন্নিকটে; শান্তি ও উন্নয়নকে সামনে রেখে নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে। নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।’ একপর্যায়ে তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকে পুরোদমে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

মনসুরনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাবেক চেয়ারম্যান আলী হোসেন মল্লিক, আমজাদ হোসেন প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা