X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশের সব স্তরে দুর্নীতি-লুটপাট হয়েছে: ড. কামাল

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭

বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন (ছবি- প্রতিনিধি)

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশের সব স্তরে দুর্নীতি ও লুট হয়েছে। সরকারি দলের নেতারা এর সঙ্গে জড়িত। তাদের বিচার হয়নি।’

সুশাসন প্রতিষ্ঠা, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে খুলনায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় হাদিস পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ড. কামাল হোসেন বলেন, ‘ব্যাংকের হাজার কোটি টাকা লুটের কোনও তদন্ত করেনি সরকার। এ জন্য তারা আসামি হতে পারে।’ চার হাজার কোটি টাকাকে অর্থমন্ত্রীর সামান্য বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই অর্থের মালিক আপনি নন, জনগণ।’

জনসভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সরকার জবাবদিহি করতে বাধ্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর নির্বাচন হতে দেওয়া হবে না।’ ইভিএমকে ‘যাদুর মেশিন’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ইভিএম-এর চিন্তা বাতিল করতে হবে।’ এ ছাড়া, নির্বাচনের আগে বর্তমান মন্ত্রিসভা বাতিল করে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেকোনও মূল্যে সরকারের ভোটচুরি ঠেকাতে হবে। ইভিএম ভোট কারচুপির মাধ্যম। এই প্রকল্প বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে হবে। এতে সরকার জনতার দাবি মানতে বাধ্য হবে। দেশে এখন সবচেয়ে বড় সংকট চলছে। চার মাসের মধ্যে ভোট; মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

জনসভায় সভাপতিত্ব করেন জেএসডির জেলা সভাপতি আ ফ ম মহসীন। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফর উল্লাহ চৌধুরী ও জেএসডির কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক আতাউর করিম ফারুক, বিকল্পধারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি দবির উদ্দিন জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তৌহিদ হোসেন, মাগুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ আউয়াল, জেএসডির সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা সাধারণ সম্পাদক কাওসার আলী সানা, স্থানীয় জেএসডি নেতা আব্দুল লতিফ, জিল্লুর রহমান, সুশাংশু সরকার, অধ্যক্ষ শেখ আব্দুর খালেক প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়