X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিবপুরে ইউপি চেয়ারম্যানদের শোকজ

নরসিংদী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২

নরসিংদী নরসিংদীর শিবপুরে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভায় উপস্থিত না হওয়ার কারণে সভা মুলতবি হওয়ায় ইউপি চেয়ারম্যানদের শোকজ করা হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলু রায় তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে এই শোকজ করেন।
এদিকে এই সভায় স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না মর্মে তথ্য প্রচার করা হয়। এ তথ্য মিথ্যা দাবি করে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিরাজুল ইসলাম মোল্লা।
তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভা উপজেলা পরিষদের মাসিক কাজের একটি অংশ। ওই সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আর সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে এই সভার উপদেষ্টা। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেমবর) সমন্বয় পরিষদের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। এই সভায় আমি উপস্থিত ছিলাম। কোরাম পূর্ণ না হওয়ায় সভার সভাপতি সভাটি মুলতবি ঘোষণা করেছিলেন। কিন্তু এখানে আমার সম্পৃক্ততা কোথায়? প্রচার করা হয়েছে- আমি উপস্থিত থাকায় নাকি চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল এই মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছেন।’
সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, ‘বাস্তবিক অর্থে ওই দিনের সভায় আমার উপস্থিতি ছিল সম্পূর্ণ অনির্ধারিত। তাহলে চেয়ারম্যানরা কিভাবে আমার উপস্থিতির কারণে সভায় আসেননি বলে প্রচার করা হয়েছে তা আমার বোধগম্য নয়। আর শিবপুর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে বরাবরই আমার সুসম্পর্ক। ’

এ ব্যাপারে ইউএনও শীলু রায় বলেন, ‘নির্ধারিত তারিখে মাসিক উপজেলা সমন্বয় পরিষদের সভায় উপস্থিত না হওয়ার কারণ জানতে চেয়ে সব চেয়ারম্যানদের শোকজ করা হয়েছে। শোকজের জবাব দিতে চেয়ারম্যানদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি