X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিখোঁজের ১২ দিন পর এমসি কলেজের শিক্ষার্থীর সন্ধান

সিলেট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৫

সাজ্জাদ আহমদ নিখোঁজ হওয়ার ১২ দিন পর সন্ধান মিলেছে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ আহমদের (২৪)। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সিলেট নিয়ে আসা হয়।

সাজ্জাদের ভাই সুজায়েদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েই তারা ঢাকায় যান। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

সাজ্জাদ সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)  কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন সাজ্জাদ। এ ঘটনায় তার ভাই সুজায়েদ মিয়া সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেন। এরপর সাজ্জাদকে উদ্ধারের জন্য তৎপর হয় র‌্যাব-৯ ও পুলিশ।

এদিকে, সাজ্জাদ নিখোঁজ হওয়ার আগের দিন সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হন ইমাদ উদ্দিন (২৪)। নিখোঁজের প্রায় ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ইমাদ উদ্দিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শমসের নগরের সারাংপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘জেনেছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদকে সিলেটে নিয়ে আসছে তার পরিবার। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, সে কিভাবে নিখোঁজ হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ইমাদ উদ্দিন (২৪) নামে  আরেক যুবকের সন্ধান পাওয়ার জন্য পুলিশ ও র‌্যাব কাজ করে যাচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা