X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি: পলক

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮

আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি: পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি। এই শিল্প বিপ্লবে সংযুক্ত হয়ে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে আইসিটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন, একাডেমিক ভবন উদ্বোধন এবং নবীনবরণ শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এর ফলে সারাবিশ্বে ট্রেন যোগাযোগে বিপ্লব সাধিত হয়। দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয়েছিল বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেট কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লব। আর বর্তমানে চলছে চতুর্থ শিল্প বিপ্লব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগে মানুষ যে কাজগুলো দীর্ঘ সময় ধরে করতো, অটোমেশন পদ্ধতিতে এখন রোবট সে কাজগুলো করছে স্বল্প সময়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবট মানুষ শনাক্ত থেকে শুরু করে ভারী ভারী শিল্পে অবদান রাখছে।’

সারাবিশ্বের মতো বাংলাদেশের তরুণরাও এই শিল্প বিপ্লবে যুক্ত হয়ে রোবট আবিষ্কারে পরিশ্রম করে চলেছেন দাবি করে পলক বলেন, ‘দেশের তরুণদের এ কাজে সম্পৃক্ত হতে হবে।’ বাংলাদেশের ৭০ ভাগ তরুণ যাদের বয়স ৩৫ বছরের নিচে তাদের আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে সোনার বাংলা গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, জেলা প্রশাসক শাহিনা খাতুন এবং পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা