X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ, অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০

চট্টগ্রাম কলেজে অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সামনে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। চট্টগ্রাম কলেজে অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা গণি বেকারি মোড় থেকে এসে কলেজের সামনে সড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা চকবাজারে গুলজার মোড়ের দিকে চলে যায়। পরে সেখান থেকে সংগঠিত হয়ে দুপুর ১টার দিকে ফের মিছিল নিয়ে কলেজের সামনে আসে। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে পিস্তল, দা, ছোরা, রামদা দেখা যায়। মিছিল নিয়ে আসার সময় প্রতিপক্ষের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় এক কলেজ ছাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দেন। বর্তমানে কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি অস্ত্র হাতে কিছু বহিরাগতকেও দেখা গেছে। চট্টগ্রাম কলেজে অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া

সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) নবেল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত কয়েকজন ছাত্রলীগ নেতার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কলেজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে তিন দশক পর গত সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ। টাকার বিনিময়ে কমিটি গঠন করার অভিযোগ এনে মঙ্গলবার এই কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। টাকার বিনিময়ে ছাত্রদল, শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং অছাত্রদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রলীগের এই অংশের নেতাকর্মীরা। চট্টগ্রাম কলেজে অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ বেলাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটিতে ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। উল্টো যারা আগে ছাত্রদল, শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিভিন্ন পদে রাখা হয়েছে। কয়েকজন কমিটি স্থান পেয়েছেন, তাদের ছাত্রত্ব নেই। এসব কারণে লজ্জাবোধ থেকে আমরা কমিটি থেকে পদত্যাগ করেছি। আমরা এই কমিটি মানি না।’ এই কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবি জানান ছাত্রলীগের এই নেতা। চট্টগ্রাম কলেজে অস্ত্র হাতে ছাত্রলীগের একাংশের মহড়া

মোহাম্মদ বেলাল আরও বলেন, ‘বর্তমান নগর ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। এই কমিটি মাঝে মাঝে বির্তকিত সিদ্ধান্ত দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। আমরা মেয়াদোত্তীর্ণ এই কমিটির বাতিল চাই।’

আরও পড়ুন- নতুন কমিটি ঘোষণা, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া