X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুবর্ণা নদী হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৭

মামলা পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক শ্বশুর আবুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর দুই আসামি হলেন নদীর সাবেক শ্বাশুড়ি তাসলিমা হোসেন ও সাবেক স্বামী রাজিব হোসেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও আয়ের বিবরণী দাখিল না করায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুদক পাবনা অফিসের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ইড্রাল ফার্মা ও শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবুল হোসেনের বিরুদ্ধে ১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত নিজ নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলে ৪০ কোটি ৬৬ লাখ ১শ’ টাকার সম্পদের হদিস পায় দুদক। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত   সম্পদের পরিমাণ ৮ কোটি ১ লাখ ৯১ হাজার ৮২৯ টাকা। তার স্ত্রী তাসলিমা হোসেনের নামে অর্জিত ২ কোটি ৪৯ লাখ ১২ হাজার ২১৫ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ৫ লাখ ৩১ হাজার ৯৩৮ টাকা এবং ছেলে রাজিব হোসেনের নামে ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৩শ’ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

৪ সেপ্টেম্বরের মধ্যে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আয়-ব্যয়ের বিবরণী দাখিলের সময় থাকলেও তারা তা না করায় দুদক পাবনা অফিসের উপপরিচালক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরে ভাড়া বাসায় ঢোকার মুহূর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী ও শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

 

 

/এমএএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী