X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নিরব নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে মঙ্গলবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নীরব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ নীরব উপজেলার যাদবপুর গ্রামের আলমিস হোসেনের ছেলে। সে শাহাবাগ ইউনাইটেড একাডেমি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুসা মোল্যা ও আজিম শেখের সঙ্গে নীরব নওয়া গ্রামের স্লুইসগেটের পাশে নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় তার বন্ধু আজিম বেশি পানিতে না নামলেও নীরব ও মুসা সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। তাদের বহনকারী ভ্যানচালক আশিকুল পাড় থেকে এই দৃশ্য মোবাইলে ভিডিও করছিল। নদীতে তখন তীব্র স্রোত ছিল। তীর থেকে অপর বন্ধু ও ভ্যানচালক তাদের বারবার সতর্ক করলেও নীরব তা শুনেনি। একপর্যায়ে স্রোতের তোড়ে সে নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপরই একাধিক ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) নিয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।

জানা গেছে, নীরবের বাবা-মা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিন ভাইয়ের মধ্যে নীরব সবার বড়। সে উপজেলার ফুলদাহ গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন, গত দুদিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলার নিয়ে আশপাশে খোঁজা হচ্ছে। জেলে ও স্থানীয়দের উদ্দেশে মাইকিং করা হয়েছে। নিখোঁজ নীরবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া