X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকের মারধরে ছাত্র অজ্ঞান, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ এর মারধরে রিয়াজ নামে নবম শ্রেণির ছাত্র অজ্ঞান হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাসের ফাঁকে পানি পান করতে যাওয়ায় রিয়াজকে মারধর করা হয় বলে জানায় অন্য শিক্ষার্থীরা। সহপাঠীরাই রিয়াজকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত ছাত্র রিয়াজ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজেদ বেপারীর ছেলে।   সে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল বিভাগের নবম শ্রেণিতে পড়ে। রিয়াজ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাসের ফাঁকে পানি পান করতে যায় সে। প্রধান শিক্ষক তাকে ক্লাসের বাইরে দেখে উত্তেজিত হয়ে মারধর করেন। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার উজ জামান মৃধা মিলনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থী নির্যাতনের সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকরাও বিদ্যালয়ে ছুটে আসেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগের সভাপতি আক্তার উজ জামান মৃধা মিলনের অংশগ্রহণে এক জরুরি বৈঠক হয়। সেখানে প্রধান শিক্ষক চড়-থাপ্পর মারার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষে শিক্ষকদের মিটিং চলাকালিন নবম শ্রেণির ভোকেশনাল শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থীরা গোলমাল করছিল। এ সময় আমি রিয়াজ বেপারী নামের ছাত্রকে চড়-থাপ্পর মারি। তবে নির্মম নির্যাতনের মতো কোনও ঘটনা ঘটেনি।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন বলেন, ‘প্রধান শিক্ষকের হাতে ছাত্র নির্যাতনের খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, ‘ছাত্র নির্যাতনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটে যাই এবং শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’