X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বরিশালে স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

আদালত

বরিশালে স্ত্রী হত্যার দায়ে মনোয়ার হোসেন হাওলাদার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মহসিন উল হক ১২ জনের সাক্ষ্য নিয়ে আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের বেঞ্চ ক্লার্ক অজিবুর রহমান এ খবর নিশ্চিত করেন।

দণ্ডিত মনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার লবনাসড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী আকলিমা বেগম পিরোজপুরের নেছারাবাদের মৃত আবুবক্কর হাওলাদারের মেয়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০ বছর আগে আকলিমার সঙ্গে বিয়ে হয় মনোয়ারের। তাদের সংসারে একটি পুত্র-সন্তান রয়েছে। ২০১২ সালের শেষের দিকে মনোয়ার দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর মনোয়ার তার প্রথম স্ত্রী আকলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হয়। সালিশি সিদ্ধান্তে আকলিমাকে ঘরে তুলে নিতে বাধ্য হয় মনোয়ার। এদিকে, আকলিমা ফেরায় মনোয়ারের দ্বিতীয় স্ত্রী নাছিমা বেগম এ বাড়ি ছেড়ে চলে যায়।

২০১৩ সালের ১৬ জানুয়ারি আকলিমাকে ডাক্তার দেখানোর নাম করে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে কাজলা বাজারে নিয়ে যায় মনোয়ার। রাতে বাড়ির ফেরার পথে সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার সময় মনোয়ার আকলিমাকে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। এরপর জেলেরা এসে নদী থেকে মনোয়ারকে জীবিত এবং আকলিমাকে মৃত উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি আকলিমার ভাই আব্দুল ছালেক হাওলাদার বাদী হয়ে মনোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট তদন্ত কর্মকর্তা বানারীপাড়া লবনাসড়া তদন্তকেন্দ্রের এসআই মোশারেফ হোসেন মনোয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি