X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাহাজে ওয়াচম্যান নিয়োগের নির্দেশ মানা হচ্ছে না মোংলা বন্দরে

মোংলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২

মোংলা বন্দর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) না নেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। বন্দরে আসা পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতে ওইসব জাহাজে ওয়াচম্যান বুকিং নেওয়ার বিধান রাখা হলেও তা মানছে না কয়েকটি শিপিং এজেন্ট। এ কারণে বন্দরে স্টিভিডরিং ওয়াচম্যানদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা জানান, মোংলা বন্দরের উপদেষ্টা কমিটির ১৪তম সভায় জাহাজে ওয়াচম্যান নিয়োগের সিদ্ধান্ত হলেও সংশ্লিষ্ট কিছু শিপিং এজেন্টের খামখেয়ালিপনায় তা হচ্ছে না।  যারা এ নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোংলা বন্দর স্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়সহ প্রশাসনের একাধিক প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ করা হয়েছে। গোলাম মোস্তফা বলেন, ‘মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতে ওয়াচম্যান নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্ত কোনোভাবেই মানছে না সামন্দা, কনভেয়ার, ইউনি ওশান ও ইউনি গ্লোবাল শিপিং এজেন্ট। এসব শিপিং এজেন্ট জাহাজে ওয়াচম্যান নিয়োগ দেয় না। এর জন্য জাহাজে চুরিসহ কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় ওইসব শিপিং এজেন্টদেরই নিতে হবে।’ বাংলাদেশ শিপিং এজেন্ট`স অ্যাসোসিয়েশন

এদিকে বাংলাদেশ শিপিং এজেন্ট'স অ্যাসোসিয়েশনের (খুলনা) চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম এবং স্টিভিডর নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোংলা বন্দরের স্বার্থে বন্দরে আসা সব বাণিজ্যিক জাহাজের ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক। এটা সরকারি সিদ্ধান্ত। যদি কোনও শিপিং এজেন্ট এ নিয়ম না মানে তাদের বিরুদ্ধে বন্দরের হারবার বিভাগ আইনগত ব্যবস্থা নিতে পারে।’ 

এদিকে মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজে ওয়াচম্যান নিয়োগ না দেওয়ার বিষয়ে কিছু শিপিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া