X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুকনায় খানাখন্দ, বৃষ্টিতে জলাশয়!

রফিকুল ইসলাম, ফেনী
২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১২

ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়ক ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়ক ছয় কিলোমিটার এলাকা যেন খানাখন্দেরই জায়গা। এই পুরো রাস্তাটা জুড়ে  বড় বড় গর্ত। বৃষ্টি হলেই পানি জমে গর্তগুলো পরিণত হয় ছোট ছোট জলাশয়ে। সেখানে যানবাহন আটকা পড়ে ও ইঞ্জিন অকেজো হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ওই সড়কে চলাচলকারী ফেনীর পশ্চিমাঞ্চলসহ নোয়াখালী-সেনবাগ, সোনাইমুড়ি, নাঙ্গলকোট উপজেলার যানবহন চালক ও যাত্রী সাধারণ প্রতিনিয়ত চরম  ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ স্থানে বিটুমিন ও সুড়কি উঠে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের  কাশিমপুর জামে মসজিদের পূর্ব পাশের সড়কটি (মিজি বাড়ি সংলগ্ন স্থানে) একাংশ ভেঙে পুকুরে পড়ে গেছে। সড়কের তেমুহানী, বড় মিয়ার দোকান, বক্তারপুর, জয়নারায়নপুর, মোল্লাঘাটা, গনিপুরসহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা বাংলা ট্রিবিউনকে জানান, মহিপালে ফ্লাইওভার তৈরির সময় সড়কটির পাশে তেমুহনীতে ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লি. অস্থায়ীভাবে মালামাল রাখার জন্য ডিপো স্থাপন করে। ওই সময় ফ্লাইওভার তৈরির জন্য ব্যবহৃত মালামালসহ ভারী যানবাহন চলাচলে সড়কটি অধিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন স্থানীয় লোকজনকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফ্লাইওভার নির্মাণ শেষে সড়কটির সংস্কার করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ফ্লাইওভারের কাজ শেষ হলে সড়কটি সংস্কার না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লি. তাদের মালামাল নিয়ে চলে গেছে। এতে করে ওই সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছেন। একপর্যায়ে ফেনীর সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষ থেকে ঈদের আগে বড় গর্তে গোটা ইট বসিয়ে দেয়। এতে সাময়িকভাবে দুর্ভোগ কমলেও বর্তমানে ইট সরে গিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দে একাকার। বৃষ্টি হলেই হাঁটুপানি জমে। সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে ডোবার রূপ নিয়েছে। প্রতিদিন এসব ডোবায় যানবাহন আটকা পড়ে গাড়িগুলো অকেজো হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়ক

ওই সড়কে যাতায়াতকারী নুরনবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কটি মেরামত করা হয়েছে বেশিদিন হয়নি। কিন্তু নিম্মমানের কাজ করায় কিছুদিন না যেতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।’

পিকআপ চালক আব্দুর রহিম বলেন, ‘সড়কটির তেমুহনী অংশ বেশি খারাপ হওয়ায় দিনের বেলায় অনেকেই বিকল্প পথে গাড়ি চালাই। ঘুর পথে অনেকে বেশি ভাড়া দিয়ে যায়, আবার অনেকে যেতে চায় না।’

শহিদুল ইসলাম নামে অপর এক গাড়ি চালক জানান, ‘চলাচলের অনুপযোগী সড়কে গাড়ি চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে লোকসান গুনতে হয়। শারীরিকভাবেও ব্যথা বেদনার কারণে গাড়ি চালাতে তেমন আগ্রহ থাকে না।’

ইসমাইল হোসেন লিটন নামের এক যাত্রী  বলেন, ‘রাস্তার সমস্যার কারণে হাসপাতালে যেতে অসুস্থ রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতে জরুরি প্রসূতি রোগীকে নিয়ে শহরে যাওয়া তো দূরে থাক, গাড়িও মেলে না।’

স্থানীয় সংগঠন ফেনী পশ্চিমাঞ্চল উন্নয়ন কমিউনিটির সভাপতি আবুল কাশেম বলেন, ‘একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচল তো দূরের কথা রাস্তায় হাঁটা যায় না। রাস্তা ভেঙে ডোবা হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষের নজর নেই। শুকনা মৌসুমে দিনে যেমন তেমন, বর্ষায় অবস্থা আরও খারাপ হয়। সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

ফেনী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসাইন বলেন, ‘সড়কটির ৬ কিলোমিটার মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্ধ পেলেই দরপত্র আহ্বান করা হবে।’

আরও পড়ুন- চিড়িয়াখানা নাকি কারাগার?

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা