X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বসানো সব সিসি ক্যামেরা অকেজো

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০

 কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা

চুরি, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ দমনের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ১২টির বেশি জায়গায় ৩২টি সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) বসানো হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরা অকেজো হয়ে পড়েছে। প্রায় ৩ বছর আগে থানা পুলিশ ও ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনারের উদ্যোগে এ ক্যামেরাগুলো বসানো হয়।

শহরের বিভিন্ন ব্যবসায়ী ও শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়। আর এই সিসি ক্যামেরা স্থাপনের মূল দায়িত্বে ছিলেন, কালীগঞ্জ থানার সাবেক সেকেন্ড অফিসার (বর্তমানে ঝিনাইদহ ডিএসবি ওসি) ইমরান আলম। তিনি থাকা অবস্থায় সিসি ক্যামেরাগুলি সচল থাকলেও বর্তমানে রক্ষাণাবেক্ষণ ও ঠিকমত তদারকি না থাকায় সেগুলি অকেজো হয়ে পড়েছে। যার কারণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই হলে তা সনাক্ত করা সম্ভব হবে না। ফলে স্থানীয় জনগণের টাকায় কেনা সিসি ক্যামেরার সুফল কালীগঞ্জবাসী পাচ্ছে না। এর ফলে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘সিসি ক্যামেরা থাকলে অনেক সুবিধা আছে। আর এটা না থাকলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দোকানের সামনে ক্রেতারা এসে বাইসাইকেল মোটরসাইকেল রেখে দেয়। কেনা কাটার ফাঁকে এগুলি চুরি হওয়ারও ভয় থাকে। সিসি ক্যামেরা থাকলে একটু নিশ্চিন্ত থাকা যায়। কারণ চোর ও ছিনতাইকারিরাও ভয়ে থাকে।

 কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা অকেজো

অপর এক ব্যক্তি বলেন,‘সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা অপরাধ করতে ভয় পায়। কিন্তু এগুলো যখন নষ্ট থাকবে তখন তারা নির্বিঘ্নে অপরাধ করে চলে যাবে। তাদের সনাক্ত করা সম্ভব হবে না।’

কালীগঞ্জ থানার সাবেক সেকেন্ড অফিসার বর্তমানে ঝিনাইদহ ডিএসবি ওসি ইমরান আলম বলেন, ‘জেলা শহরের মধ্যে কালীগঞ্জ উপজেলা একটি গুরত্বপূর্ণ শহর। বিভিন্ন অপরাধ দমনে জেলার মধ্যে সর্বপ্রথম কালীগঞ্জ শহরের ১২টির বেশি স্থানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে ৩২টি  সিসি ক্যামেরা বসানো হয়েছিল।’

তিনি আরও জানান, পুরো কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রথমে শহরের মোটর মালিক সমিতির ভবনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সুধীজনদের নিয়ে সভা করা হয়। সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। সভায় এমপি ছাড়াও অন্য নেতারাও উপস্থিতি ছিলেন। কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য ব্যবসায়ী ও সুধীজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুয়ায়ী শহরের ১০ কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরার লাগানো হয়। প্রাথমিকভাবে মেইন বাসস্ট্যান্ডে ৫টি, সোনালী ও জনতা ব্যাংক মোড়ে ২টি, থানার মধ্যে ৪টি, কালীবাড়ী মোড়ে ২টি,  ঢাকালে পাড়ায় ২টি, কলাহাটা মোড়ে ২টি, কলেজপাড়া ৩টি, নলডাঙ্গা ও মিশনপাড়া ৩টি, সরকারি ভুষণ স্কুলের সামনে ১টি, ফুড গোডাউনে সামনে ১টিসহ ১২টিরও বেশি স্থানে ৩২টি সিসি ক্যামেরা লাগানো হয়। আর এ সিসি ক্যামেরাগুলোর কন্ট্রোল রুম রয়েছে থানার সেকেন্ড অফিসারের রুমে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুর রহমান জানান, বর্তমানে একটি ক্যামেরাও সচল নেই। তবে শহরে বসানো সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়নি। ক্যামেরাগুলো ঠিকমত তদারকি ও রক্ষাণাবেক্ষণ না করায় এখন অকেজো হয়ে আছে। এগুলো মেরামতের জন্য কোনও ফান্ড নেই। আমরা চেষ্টা করবো কিভাবে ক্যামেরাগুলো মেরামত করে সচল রাখা যায়। ’

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুস আলী বলেন, ‘আমি এই থানায় সদ্য যোগদান করেছি। সিসি ক্যামেরার বিষয়টি আমার মাথায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেগুলি সচল রাখার ব্যবস্থা করবো।’

 

 

 

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!