X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, সরকারি ত্রাণ বিতরণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫

 

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নঞ্চলের ২০ ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার দেড় হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। এছাড়া পানি বাড়ায় তীরবর্তী এলাকার ভাঙনের ফলে নদীতে বিলীন হয়েছে অন্তত দুই হাজার পরিবারের ঘরবাড়ি।

এদিকে, পানিবন্দি এসব পরিবারের মাঝে বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এ সময় জেলা প্রশাসন ফুলছড়ি উপজেলার প্রায় ৯শ’ পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল কামারজানি ইউনিয়নের চরখারজানিতে আশ্রয়ণ প্রকল্পের উঁচু স্থানে বন্যার্ত ৮শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট, মুড়ি, চিড়া ও দিয়াশলাই দেওয়া হয়।

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক

সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়াচরের বাসিন্দা আবদুল মোমেন মিয়া জানান, বাড়ির উঠানে পানি উঠেছে। ঘর, রান্নাঘর ও গোয়ালঘরের মেঝে পানিতে তলিয়ে থাকায় রান্না করাসহ গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছেন তারা।

একই চরের আয়শা বেগম জানান, পানি উঠায় কাজকর্ম করতে পারছেন না। ঘরে যা খাবার আছে তা দিয়ে স্বামী-সন্তান নিয়ে তিনদিন কেটেছে। এভাবে পানি বাড়লে খাবার ও বিশুদ্ধ পানি সংকট দেখা দিবে। এছাড়াও বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ফুলছড়ি উপজেলায় অন্তত ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্ত পরিবারের মাঝে চালসহ শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট দেখা দেওয়ার আগেই পর্যাপ্ত ত্রাণ সহায়তার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ১৯ ইউনিয়নের ৮৪ গ্রামের প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব মানুষের মধ্যে ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও ১০০ মেট্রিক টন চাল বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া বন্যার্ত মানুষের জন্য আরও ত্রাণ সহায়তা চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, ‘পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বসতবাড়ি আংশিক তলিয়ে গেছে। তবে এসব মানুষের মাঝে এখনও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়নি। বন্যার্ত মানুষের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।’

গাইবান্ধায় পানি বৃদ্ধি পাওয়ার ফলে নদীর তীরবর্তী এলাকা ভাঙ্গতে শুরু করেছে

এদিকে, বন্যার পানিতে চার উপজেলার দেড় হাজার হেক্টর জমির আমন ক্ষেত ও বীজতলাসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এবং দ্রুত পানি কমা শুরু করলে এসব ফসল রক্ষা পাবে বলে জানিয়েছেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রুহুল আমীন।

অপরদিকে, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মাঠে পানি উঠায় ৫৭টি প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়