X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০০

পটুয়াখালী জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর দশমিনা উপজেলায় রাকিব হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  এ সময় তার শিশুপুত্র জিসান ও ভাবি সুরমা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহতের স্বজনরা জানান, রাকিবের পিতা সত্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার আবদুর রব মৃধা গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে রব মৃধার ছেলে সোহাগ, দুই মেয়ে শিরিন ও নূপুর মিলে রাকিবকে তার বাড়ির সামনের উঠানে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।এ সময় রাকিবের দেড় বছরের শিশুপুত্র সেজান ও ভাইয়ের স্ত্রী সুরমা বেগমের ওপরও হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাকিব মারা গেছে। সুরমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিও জখম হয়েছে।

ওসি রতন কৃষ্ণ রায় বলেন, ‘লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রতিপক্ষ রব মৃধার দুই মেয়েকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

 

/এমএএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা