X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাশকতার মামলায় নাটোরে বিএনপি-শিবিরের ১৪ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২

নাটোর নাটোর সদর এবং লালপুর উপজেলায় বিএনপি ও শিবিরের ১৪ নেতাকর্মীকে আটকের পর বিস্ফোরক আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) তাদের আটকের পর নাশকতার মামলা দিয়ে বৃহস্পতিবার (২০) দুপুরে আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোর সদর ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জালাল উদ্দিন জানান, আবুল হোসেনসহ সাত বিএনপি নেতাকর্মীকে বুধবার রাত ১১টায় সদর উপজেলার তেবারিয়া এলাকার জয়নালের আমবাগান থেকে চারটি ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই শামসুজ্জোহা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বুধবার উপজেলার পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছয়টি পেট্রোল বোমাসহ জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করা হয়।

বিস্ফোরক আইনে করা মামলার নিন্দা জানিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপির সাত জনকে নাটোর আদালত থেকে বাড়ি ফেরার পথে এবং অপর সাত জনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিস্ফোরক আইনে করা মামলা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার পুরোটাই পুলিশের সাজানো নাটক। তবে আটক সাত জনকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকর্মী হিসেবে স্বীকার করলেও অপর একজনকে শিবির নেতা হিসেবে স্বীকার করেছেন সংশ্লিষ্ট দলের নেতারা।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, বুধবার দুপুর একটার দিকে নাটোর আদালত থেকে বাড়ি ফেরার সময় সাদা পোশাকধারী কয়েকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাত জনকে আটক করেন। এ বিষয়ে বেশ কিছু মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে। অথচ ককটেল উদ্ধার দেখিয়ে তাদের গ্রেফতার দেখানো দুঃখজনক। আমি তাদের নিঃশর্ত মুক্তি চাই।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ জানান, আটকদের মধ্যে তার আপন ভাতিজা হামিদুল জেলা শিবিরের অর্থ সম্পাদক। গতরাতে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় লালপুর থানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আনাস ওরফে সুমন, ফরিদুল ইসলাম, আক্কেল আলী, সাইদুল ইসলামসহ মোট সাত জনকে আটক করে পুলিশ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়