X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা সুরক্ষা পাবে’

পিরোজপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮

‘ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা সুরক্ষা পাবে’

ডিজিটাল নিরাপত্তা আইন সত্য প্রকাশকারী, উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলা সাংবাদিকদের ভয়ের কারণ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেছেন, ‘এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত ডিজিটাল বাংলাদেশ ব্যবস্থার সদ্ব্যবহার নিশ্চিত হবে। সাংবাদিকরা যেমন এই আইনের প্রতি সচেতন থেকে দায়িত্ব পালনে সক্ষম হবেন, তেমনি এই আইনের দ্বারা দেশের স্বাধীনতা, উন্নয়ন, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা সুরক্ষা পাবে।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনীতির বিকাশ ঘটছে তার সঙ্গে সঙ্গে মিডিয়া জগতেরও সম্প্রসারণ ঘটেছে। এ বিকাশ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ডিজিটাল আইন গণমাধ্যম সত্য প্রকাশকারী বস্তুনিষ্ঠ সাংবাদিকদের ভীতির কারণ হবে না। যারা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে স্বাধীনতা বিরোধী তৎপরতা করছে, ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করছে, গুজব সৃষ্টি করছে, দেশে স্থিতিশীলতা বিনষ্ট করছে তাদের ডিজিটাল নিয়ন্ত্রণ আইনে শাস্তি দেওয়ার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে টুঙ্গিপাড়া পর্যন্ত যে রেলপথ সংযোগ করেছেন তার সম্প্রসারণ ঘটিয়ে আগামীতে পিরোজপুর জেলা শহরকেও রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। পিরোজপুরের সংবাদকর্মীরা যেভাবে এ অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরছে, তা প্রশংসনীয়। এর ফলেই সম্ভব হয়েছে রেল সম্প্রসারণের কাজ।’

প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ ও সাবেক সম্পাদক রেজাউল ইসলাম শামীম।

পরে ঢাকা থেকে আগত চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুর প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব সম্পন্ন হয়।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা