X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ১৫ ট্রলার ডুবি, শতাধিক জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৫

সাগরে ঝড়ের কবল থেকে ফিরে আসা ট্রলার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ১৫টি ট্রলারসহ শতাধিক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলার থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে দেড়শ’ জেলে-মাঝিমাল্লা। নিখোঁজ বাকি ট্রলার ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড এবং নৌ বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। 

সাগর থেকে ফিরে আসা জেলে-মাঝিমাল্লারা,বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও কোস্ট গার্ডের অপারেশন অফিসার লে. জাহিদ আল হাসান জানান, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে অন্তত ১৫টি ফিসিং ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ওই সব ট্রলারে থাকা শতাধিক জেলেকে আশপাশের ট্রলারগুলো উদ্ধার করতে সক্ষম হলেও এপর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও প্রায় দেড়শ জেলে-মাঝিমাল্লা। শতাধিক জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা গেলেও কোনও ট্রলার উদ্ধার করা যায়নি।

নিখোঁজ ট্রলারগুলো ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের কচিখালী ও দুবলা ষ্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানান লে. জাহিদ আল হাসান। তিনি বলেন, ‘কচিখালী স্টেশনের অভিযানে বৃহস্পতিবার রাতে সাগর সংলগ্ন বাদামতলা এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার ও ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছেন। তাদের বাড়ি পটুয়াখালীতে। উদ্ধার হওয়া ট্রলারটির মাঝির নাম নুর আলম।

ঝড়ের কবল থেকে ফিরে আসা ট্রলারে জেলে ও মাঝি-মাল্লা

বরগুলা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বরগুনার ছগির পালোয়ানের এফবি আরমান, আহম্মদ মিস্ত্রীর এফবি তাজেনুর, দুলালের এফবি মায়ের দোয়া ও খলিলের এফবি মীমসহ ১৫টি ট্রলার ডুবেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই চারটির মধ্যে আরমান ট্রলারের চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। অন্য তিনটি ট্রলারের জেলেরা উদ্ধার হলেও  ট্রলারগুলো উদ্ধার করা যায়নি। এখনও বিভিন্ন ট্রলারের দেড়শো’র মতো জেলে নিখোঁজ রয়েছেন।নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। তবে এপর্যন্ত সাগর থেকে কোস্ট গার্ড ও নৌ বাহিনী কোনও জেলেকে উদ্ধার করতে পারেনি। যেসব জেলে উদ্ধার হয়েছেন, তাদেরকে আশপাশের অন্য ট্রলার ও জেলেরাই উদ্ধার করেছেন বলেও জানান গোলাম মোস্তফা। নিখোঁজ ওই সব ট্রলার ও জেলেদের বাড়ি বরগুনার বিভিন্ন এলাকায়। সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি ও জেলে নিখোঁজের পর থেকে অন্য  জেলেরা নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। কেউ কেউ সুন্দরবনের বিভিন্ন নদী-খালে আশ্রয় নিয়েছেন।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া