X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে নিখোঁজ ১৫ বাংলাদেশি জেলে ভারতের থানায়

আবুল হাসান, মোংলা
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৩

সাগর উত্তাল (ছবি: ফোকাস বাংলা) বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ১৫টি ট্রলার ডুবে যায়। এতে নিখোঁজ হন শতাধিক জেলে। এদের মধ্যে ১৫ জন জেলের খবর পাওয়া গেছে। তারা এখন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার কাগদ্বীপের পার্থপ্রতিম থানায় আটক আছেন। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার এসআই মিলন দাস। 

ভারতীয় এই পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ‘বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা থেকে ভাসতে ভাসতে ভারতের জলসীমা কলস এলাকায় চলে আসে জেলেরা। সেখানে স্থানীয় জেলেরা বাংলাদেশি জেলেদের শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে উদ্ধার করে। পরে তাদের শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার কাগদ্বীপের পার্থপ্রতিম থানায় নিয়ে আসা হয়। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বঙ্গোপসাগর থেকে নিখোঁজ হওয়া বর্তমানে ভারতের থানায় আটক এসব জেলেদের বাড়ি বরগুনার মহিপুরে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ‘আমরা খবর পেয়েছি ভারতের জেলেরা ২৪ জেলেকে ভারতের জলসীমা থেকে উদ্ধার করেছেন। এর মধ্যে ১৫ জেলে দক্ষিণ চব্বিশ পরগনার কাগদ্বীপের পার্থপ্রতিম থানায় আটক আছেন এবং বাকি ৯ জন ভারতের জেলে হেফাজতে আছেন।’

মোস্তফা জানান, স্থানীয় মহিপুর এলাকার জেলে মহাজন জাকির হোসেনের ‘এফবি জাহানারা’ ট্রলারের ১৫ জন জেলে এবং মো. জসিমের ‘এফবি মা’ ট্রলারে থাকা ৯ জন বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাতে মাছ ধরা অবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সাগরে নিখোঁজ হন। এসব জেলেদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার কাগদ্বীপের পার্থপ্রথিম থানায় বাংলাদেশি ১৫ জেলে আটকের খবর জেলে-মহাজনের কাছ থেকে শুনেছেন বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা অফিসার জাহিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে বাংলাদেশি জেলে আটকের খবর আমরা অফিশিয়ালি পাইনি। জেলে-মহাজনের কাছ থেকে শুনেছি। তবে যেসব জেলেরা এখনও নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে চেষ্টা চলছে।’

উল্লেখ্য, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার রাতে ১৫টি মাছ ধরার ট্রলারসহ বেশ শতাধিক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড এবং নৌ বাহিনী তৎপরতা চালাচ্ছেন।  

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ১৫ ট্রলার ডুবি, শতাধিক জেলে নিখোঁজ 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট