X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বৃষ্টিপাতে রাস্তাঘাটের ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫

কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের রাস্তা শুক্রবার গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাতে জেলার কাঁচা-পাকা রাস্তার ক্ষতি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ-কোটালীপাড়া রাস্তার ২০ কিলোমিটার এলাকায় পাকা রাস্তার পাশ দিয়ে অসংখ্য ছোট-বড় খাদের সৃষ্টি হয়েছে। এসব খাদের মধ্যে গাছের ডাল দিয়ে বা বাঁশ দিয়ে সংকেত দিয়ে যানবাহন ও লোকজনদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে খানা-খন্দের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম বলেন,  গোপালগঞ্জের মাটির অবস্থা বেশি ভালো না। যে কারণে বৃষ্টি হলে রাস্তা থেকে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। আগামী রবিবার (২৩ সেপ্টেম্বর) থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়ার ২০ কিলোমিটার রাস্তায় সংস্কার কাজ শুরু করা হবে। আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করা সম্ভব হবে। তাছাড়া বরাদ্দ পেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কেও সংস্কার কাজ শুরু হবে।

এছাড়া গ্রামীণ রাস্তাও শুক্রবারের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার সিলনা গ্রামের কৃষক নিরঞ্জন বিশ্বাস জানান, তিনি ১০ কাঠা জমিতে লালশাক বুনেছিলেন। তার জমিটি একটু নিচু এলাকায়। শুক্রবার সারাদিন বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের এলাকার আরও অনেকেরই এমন শাক-সব্জির ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বাংলা টিব্রিউনকে বলেন,‘নিচু এলাকার কিছু সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি ঠিক। তবে ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়নি। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হযেছে, তা এখনও নিরুপন করা যায়নি।’

উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার গভীর রাত থেকে গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা