X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ড. কামাল-বি. চৌধুরীর লক্ষ্য– মামলা থেকে খালেদা জিয়াকে বাঁচানো: ইনু

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

জাতীয় ঐক্যের নামে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচাতে চাইছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে শহর ও সদর উপজেলা জাসদের উদ্যোগে বগুড়া-৬ (সদর) আসনে জাসদের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক ইমদাদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে ‘রাজাকারের মা’ আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর লক্ষ্য– খালেদা জিয়াকে দুর্নীতির মামলা থেকে বাঁচানো। কিন্তু জাসদ কখনও রাজাকার ও খালেদা জিয়ার হাত ধরে তাদের (ড. কামাল-বি. চৌধুরী) ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবে না।’

বগুড়া সদরসহ দুই আসনে জাসদের প্রার্থীর নাম ঘোষণা করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনোনয়ন পেলে জাসদ প্রার্থীর পক্ষে কাজ করবেন। আর না দিলেও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে থাকবেন। শেখ হাসিনার নেতৃত্বে ভোট করবোই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিএনপি ও জামায়াত নানা অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পাঁচ বছর অতিবাহিত হলো, কিন্তু বিএনপি কিছুই বলেনি। যখন নির্বাচনের সময় এসেছে, তখন তারা শেখ হাসিনার পতন দাবি, গণতন্ত্র রক্ষায় তথাকথিত নির্দলীয় সরকারের দাবি করছে। বিএনপি ও জামায়াত তাদের কূটচাল-কূটকৌশল চালাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভূতের সরকার তৈরির অপচেষ্টা করছে। রাজাকার-জঙ্গির ঠিকানা ও উৎপাদনের কারখানা খালেদা ও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী বছরের ৫ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। তাই একাদশ নির্বাচন ডিসেম্বরেই করতে হবে। না হলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। যথাসময়ে ভোট হবে।’

ড. কামাল হোসেনকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি বিএনপির পাতানো ফাঁদে পা দেবেন না। জামায়াত-বিএনপির দুর্নীতিবাজদের বাঁচাতে উকিল হবেন না।’

বগুড়া শহর জাসদের সভাপতি রবীন্দ্র নাথ দাস রঞ্জনের সভাপতিত্বে ও হারুনার রশিদের সঞ্চালনায় সভায় অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদকে বগুড়া সদর আসনে প্রার্থী ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন (সংসদ সদস্য) এমপি, দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক বকু, রোকনুজ্জামান রোকন, জাহাঙ্গীর আলম, আবু খায়ের সাখাওয়াত হোসেন, এবিএম জাকিরুল হক টিটন, ইমদাদুল হক ইমদাদ, ইকবাল হোসেন খান রতন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীমসহ অনেকে বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ