X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কসবায় অপহৃত বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৭

মাদলা বিওপি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তের এপারে এসে অপহরণ করে নিয়ে যাওয়া আব্দুল খালেক নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাকে ফিরিয়ে দেয়। একইসঙ্গে বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফ’র একটি অস্ত্র ওই বৈঠকে ফেরত দেওয়া হয়েছে।

বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া জানান, শুক্রবার বিকালে বিএসএফ দলবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। শনিবার দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে। আব্দুল খালেককে অক্ষত অবস্থায় ফেরত দিয়েছে বিএসএফ। 

কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন। এলাকা এখন শান্ত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ মাদলা সীমান্তে শুক্রবার বিকালে অতর্কিত হানা দেয় বিএসএফ। বর্ডার এলাকায় গরু নিয়ে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ’র বিরোধ সৃষ্টি হয়। পরে বিএসএফ দল বেঁধে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি শর্টগানের গুলি ছোড়ে। এতে শাহজাহান মিয়া, ফারুক মিয়া, নান্নু মিয়া ও রাসেল মিয়া নামে চার জন গ্রামবাসী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শাহজাহান মিয়া ও ফারুক মিয়াকে কুমিল্লায় পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকালে আব্দুল খালেক নামে এক বৃদ্ধকে অপহরণ করে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

শনিবার দুপুরে মাদলা সীমান্ত এলাকায় এ নিয়ে বিজিবি ও বিএসএফ’ মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের ভুল স্বীকার করে ও অপহরণ করে নিয়ে যাওয়া আব্দুল খালেককে ফেরত দেয়। এসময় বিএসএফ’র ফেলে যাওয়া অস্ত্রটিও তাদের কাছে ফেরত দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৪ ব্যাটালিয়ন কমান্ডার কমল কুমার।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী