X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদক সেবনের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থীর কাছ থেকে জোরপূর্বক মাদক সেবনের স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করারও অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগের দাবি, আব্দুর রহমান নামে ওই শিক্ষার্থী মাদক সেবন করে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ওই শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে। পরে শনিবার রাতে এ ঘটনা জানাজানি হয়।ভুক্তভোগী আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, সহ-সম্পাদক আব্দুল্লাহিল কাফি ও ছাত্রলীগ কর্মী শুভ্র দেব।

হল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাদার বখ্শ হলে পরীক্ষার শিট আনতে তার বিভাগের এক বড় ভাইয়ের কাছে যান আব্দুর রহমান। শিট নিয়ে ফেরার সময় হলের গেটে আসলে কাফি, গালিব, শুভ্রসহ কয়েকজন আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে। আব্দুর রহমান শিট আনতে এসেছিলো বলার পর তাকে চলে যেতে বলে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর পেছন থেকে তার কোমড়ে লাথি দেওয়া হয়। পরে তাকে হলের অতিথি কক্ষে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তাকে হলের ওয়াশরুমে নিয়ে রড ও স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। এসময় আব্দুর রহমানের কাছ থেকে জোর করে গাঁজা সেবনের স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করা হয়।পরে ওই শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে রেখে চলে যায়। এরপর আব্দুর রহমান তার বন্ধুদের জানালে তারা তাকে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘যতোবারই আমি মাদক সেবন করিনি বলেছি ততোবারই তারা আমার ওপর চড়াও হয়েছে। আমাকে স্ট্যাম্প ও রড দিয়ে আঘাত করে এবং আমার কাছে থাকা পাঁচ হাজার টাকা কেড়ে নেয়। গাঁজা সেবনের বিষয়টি স্বীকার না করলে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। ভয়ে আমি বিষয়টি স্বীকার করি। পরে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে রেখে চলে যায়।’

মারধরের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা গালিব বলেন, ‘হলের ছাদে মাদক সেবন চলছে, এমন তথ্যে আমরা সেখানে যাই। এ সময় হলের ছাদে ২০-২৫ জন মাদক সেবন করছিল। এসময় আমাদের দেখে তারা দৌঁড় দেয়। পালাতে গিয়ে আব্দুর রহমান সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিলে তাকে হল প্রাধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল এ নিয়ে যায়।’

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, কয়েকজন বহিরাগত হলের ছাদে বসে মাদক সেবন করছিলেন। এ সময় শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কাউকে মারধর করা হয় নি।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘মারধরের বিষয়টি আমাকে জানানো হলে আমি আব্দুর রহমানকে মেডিক্যালে দেখতে যাই। যদিও সে আমার হলের শিক্ষার্থী নয়। বিষয়টি খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া