X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাকা চুরির অপবাদ দেওয়ায় বন্ধুকে হত্যা

নীলফামারী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২০

নীলফামারী নীলফামারীর ডোমারে টাকা চুরির অপবাদ দেওয়ায় বন্ধু আবু সাইদ স্বাধীনকে সবজি কাটার দিয়ে গলাকেটে হত্যা করে অর্পন ইসলাম। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অর্পন এ কথা জানান। নীলফামারী সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. সামিউল ইসলামের আদালতে তিনি এই জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, অর্পন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, নেসকো বিদ্যুৎ ও বিতরণ ডোমার কেন্দ্রে স্বাধীন নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক ও অর্পন ওই অফিসের মিটার রিডার। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠায় তারা একসঙ্গে থাকতেন।
তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন আগে স্বাধীনের চার হাজার টাকা কক্ষ থেকে হারিয়ে গেলে সে অর্পনকে ফোনে টাকা হারানোর কথা বলে। এতে অর্পন টাকা নেয়নি বলে স্বাধনিকে জানায়। তবে স্বাধীন অফিসের সবাইকে বলে তার টাকা অর্পন চুরি করেছে।
গোলাম মোস্তফা জানান, ঘটনার দিন গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে স্বাধীনের সঙ্গে এক থেকে দেড় ঘণ্টা থেকে সে চলে যায় উপজেলা মোড়ে। সেখান থেকে রাত আড়াইটার দিকে অর্পন ফিরে আসে স্বাধীনের কাছে। স্বাধীন দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। স্বাধীন ঘুমালে অর্পন সবজি কাটার দিয়ে স্বাধীনকে গলাকেটে হত্যা করে। স্বাধীনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার শার্ট খুলে রেখে একটি গামছা দিয়ে গলাটি ঢেকে রাখে অর্পন। এ ব্যাপারে স্বাধীনের মা সুলতানা রাজিয়া বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সুপার এ মামলা তদন্তের দুই সপ্তাহ সময় দিয়েছিল। কিন্ত ডোমার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে হত্যার আসল ঘটনা বের করতে সক্ষম হয়েছি। এজন্য সন্দেহভাজন প্রায় আটজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। এর মধ্যে অর্পনকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী