X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রসবের সময় নবজাতক তিন খণ্ড: দুইজন সাময়িক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪

কুমিল্লা কুমিল্লার দেবিদ্বারে প্রসবের সময় নবজাতককে তিন খণ্ড করার ঘটনায় দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা সিভিল সার্জন সরেজমিন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টি তদন্ত করতে যান। তদন্ত শেষে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে এক পরিচ্ছন্নতা কর্মী ও আয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।

চাকরি থেকে সময়িক বরখাস্তরা হলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী শিরিন আক্তার ও আয়া জেসমিন আক্তার ডলি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান বলেন, ‘গত শনিবার রাতে ফাতেমা বেগম নামে এক প্রসূতি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সিনিয়র নার্স আছিয়া আক্তার, ঝরনা বেগম ও আয়া জেসমিন আক্তার ডলি তার প্রসবের চেষ্টা করার সময় নবজাতককে তিন খণ্ড করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্ত করার জন্য সোমবার কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৃথক দুটি তদন্ত কমিটি করে। মঙ্গলবার বিষয়টি সরেজমিন তদন্ত করতে আমি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। তদন্ত শেষে প্রাথমিক বিবেচনায় দুজনকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই সময় দায়িত্বে থাকা দুই সিনিয়র নার্স আছিয়া আক্তার, ঝরনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রসবের সময় নবজাতককে তিন খণ্ড করার ঘটনাটি সুষ্ঠু তদন্ত শেষে যারা দোষী প্রমাণিত হবে এবং যার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার সকালে হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। প্রসবের সময় দুই নার্স ও আয়া টানাটানি করে নবজাতকের দেহ বিচ্ছিন্ন করে ফেলে। পরে তা ডাস্টবিনে লুকিয়ে রাখে। পথচারীরা নবজাতকের খণ্ডিত দেহ ডাস্টবিনে পড়ে থাকতে দেখার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। প্রথমে হাসপাতালের কেউ স্বীকার না করলেও পরে জিজ্ঞাসাবাদে তা বেরিয়ে আসে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা