X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন নিয়ে দ্বিধা বিভক্ত আ. লীগ ও বিএনপি

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬

আওয়ামী লীগ ও বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ ও বিনএনপি’র মধ্যে দলীয় কোন্দল স্পষ্ট হয়ে ওঠেছে। প্রতিটি আসনের বিপরীতে বড় দলগুলোর ৫/৬ জন করে প্রার্থী দলীয় মনোনয়ন চাইছেন। নির্বাচনি তফসিল ঘোষণা না হলেও সুনামগঞ্জের ৫টি আসনে ব্যাপক গণসংযোগ করছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য নজির হোসেনধর্মপাশা উপজেলা বিএনপি নেতা ও  ড্যাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা শামছুল ইসলাম চৌধুরীসিলেটের এপিপি সামছুল হক। আর বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ- জগন্নাথপুর)  আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক পরাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক হুইপ ফজুলল হক আছপিয়া ও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য পীর ফজুলর রহমান মিসবাহ।

সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিফ আলী প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, ‘যে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারেন এটা তার অধিকার। তবে এ নিয়ে কোনও কোন্দল নেই দলের মধ্যে। দলীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দেবে তার পক্ষে তৃণমূল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

তিনি আরও বলেন, দলীয় প্রার্থী হওয়া নিয়ে প্রতিযোগিতা রয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা এখন মাঠে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। এতে দলের লাভ হচ্ছে। তৃণমূলে নির্বাচনি হাওয়া বইছে। দলীয় মনোনয়ন ঘোষণা দেওয়ার পর নিজেদের মধ্যে কোনও বিভেদ থাকবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ‘সুনামগঞ্জ জেলা বিএনপিতে  দলীয় মনোয়ন নিয়ে কোনও বিরোধ নেই। বর্তমান সরকারের অত্যাচারের বিরুদ্ধে সারাদেশের মতো সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ। বিএনপি চায় নির্দলীয় সরকারের অধীনে এটি স্বচ্ছ নির্বাচন ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। বর্তমান সময়ে সারা জেলা বিএনপি সবচেয়ে বেশি সুবিধা জনক অবস্থানে রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে তার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করে বিজয় নিশ্চত করবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!