X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের কোন্দলে হিলিতে চার দিন ধরে পাথর আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫১

ব্যবসায়ীদের কোন্দলে হিলিতে চার দিন ধরে পাথর আমদানি বন্ধ ভারতীয় ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে চার দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এ কারণে প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার। অপরদিকে বন্দর কর্তৃপক্ষও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।

এদিকে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় চার দিনে পাথরের দাম টন প্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে।

হিলি স্থলবন্দরের পাথর ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন ও রানা মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শনিবার (২২ সেপ্টেম্বর) পাথর রফতানির বিষয় নিয়ে ভারত অভ্যন্তরে ভারতীয় দুই ব্যবসায়ীদের মধ্যে কোন্দলের জের ধরে রবিবার থেকে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ রেখেছেন ভারতীয় পাথর ব্যবসায়ীরা। এতে করে বন্দর দিয়ে চার দিন পাথর আমদানি বন্ধ রয়েছে। আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জেনেছি মঙ্গলবার এ বিষয় নিয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনও সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘পাথর আমদানি বন্ধ থাকায় রূপপুর পারমানবিক কেন্দ্র, পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাথর সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে চলমান এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড খানিকটা ব্যাহত হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৮০ থেকে ১শ’ ট্রাক করে পাথর আমদানি হতো। গত চারদিন ধরে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় সরকার প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা