X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিজিবি’র অধিনায়ককে বিদায় জানালেন বিএসএফ অধিনায়ক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩

বিজিবি’র বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেনকে  গার্ড অব অনার দেওয়া হচ্ছে

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালো বিএসএফ। ভারতীয় ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাকেশের নেতৃত্বে এ বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়। 

বুধবার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের জগদল বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৩৭৫ থেকে আনুমানিক ২ কিলোমিটার ভেতরে ভারতের কোকরাদহ বিএসএফ ক্যাম্পে এ ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়। এই ফেয়ারওয়েল আনুষ্ঠানের নামকরণ ছিল ‘বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ।’ এ অনুষ্ঠানে বিজিবি’র বিদায়ী অধিনায়ক কর্নেল মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ৫০ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে কমান্ড্যান্ট রাকেশের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন  কমান্ড্যান্ট এস এইচ এস হিঞ্জালাল সিমিত, পাঞ্জিপাড়া ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এসএইচ ইনেত রায়।

‘বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ।’ অনুষ্ঠান

এসময় নবাগত অধিনায়ককে বিএসএফ কমান্ড্যান্ট এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও বিএসএফ কমান্ড্যান্ট বিজিবি’র বিদায়ী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন। এসময় রাকেশ সিনা ও মোহাম্মদ হোসেন বাংলাদেশ সীমানায় গত এপ্রিলে অনুষ্ঠিত বিজিবি বিএসএফের মিলনমেলায় দুই বাহিনীর সপরিবার মিলিত হওয়ার কথা স্মরণ করেন। এছাড়াও তারা বাংলাদেশ ও ভারতীয় দুই কাউন্টারপার্টের বিপরীত সীমানায় রোপণ করা গাছগুলো কেমন আছে তার খোঁজ-খবর নেন। তারা অতীতের ঠাকুরগাঁও সীমান্তের হত্যা ও চোরাচালানের বিষয় নিয়েও কথা বলেন। এছাড়াও বিজিবি-বিএসএফ এর মধ্যে বোঝাপড়া, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ নিয়ে সব ধরনের যোগাযোগ রক্ষা করারসহ সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডারা এক মত পোষণ করেন। অবশেষে কোলাকুলি ও ফটোশেসনের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।  

  বিজিবি’র বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেনকে ফুল দিয়ে বিদায় জানানো হচ্ছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা