X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শর্ত ভঙ্গ করায় খুলনায় পলিথিন কারখানার ছাড়পত্র বাতিল

খুলনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬

  খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হাফিজনগর এলাকায় গড়ে ওঠা পলিথিন কারখানাটি শর্ত ভঙ্গ করার কারণে এর ছাড়পত্র বাতিল করা হয়েছে। পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে বুধবার বিকালে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। গত বছরের ৩ অক্টোবর মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড প্লাস্টিক কারখানা নামে প্রতিষ্ঠানটিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। ছাড়পত্রে কারখানাটিকে পিপি দানা থেকে রোল পলিথিন ও সেচ পাইপ তৈরি অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম স্বাক্ষরিত একটি কারণ দর্শাও নোটিশ গত ২৬ আগস্ট হাফিজনগরের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড প্লাস্টিক কারখানার মালিক মো. মঈন উদ্দিন বরাবর পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, হাফিজনগরের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড প্লাস্টিক কারখানার পরিবেশগত ছাড়পত্রে পিপি দানা থেকে রোল পলিথিন ও সেচ পাইপ প্রস্তুতের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সেখানে শর্ত ভঙ্গ করে পরিত্যক্ত পলিথিন হতে নিম্নমানের দানা প্রস্তুত করে অন্যখানে বিক্রি করা হচ্ছে। এছাড়ও দিন-রাত প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চালানোর কারণে এলাকায় ব্যাপক শব্দ দূষণ করা, কারখানার পরিত্যাক্ত পলিথিন গলানোর সময় তীব্র গন্ধ সৃষ্টি করা এবং আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিসহ করা হচ্ছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০০২) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজন্য ওই কারখানার অনুকূলে দেওয়া পরিবেগত ছাড়পত্র বাতিলসহ কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানার সব কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়। তা না হলে ওই কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিমের মামলা দায়ের, মালামাল বাজেয়াপ্ত ও জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কিন্তু পরিবেশ অধিদপ্তরের ওই নোটিশ উপেক্ষা করে এখনও কারখানাটির কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা এইচ এম আলা উদ্দিন বলেন,‘কারখানা চালু হলে শব্দে ঘরে থাকা কষ্টকর। আর পুরনো পলিথিন বা পলিথিনের টুকরো যখন পোড়ানো হয় তখন দুর্গন্ধে টিকে থাকা কঠিন।এই পলিথিন কারখানার দুর্গন্ধের কারণে তার ছেলে এখন ব্রোঙ্কাইটিসে আক্রান্ত।’

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ‘তৃতীয় দফার পত্রটি দেওয়ার পর মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড প্লাস্টিক কারখানার মালিক মো. মঈন উদ্দিন একটি পত্র দিয়ে তিনি সেখানে পরিবেশ দূষণ করছেন না এবং পরিবেশের ছাড়পত্রেরও কোন শর্ত ভঙ্গ করছেন না বলে জানিয়েছেন। তবে সেটির কোনও গ্রহণযোগ্যতা আপাতত পাওয়া যাচ্ছে না। এজন্য কিসের ভিত্তিতে তিনি এমনটি দাবি করলেন সে ব্যাপারে আবারও পত্র দেওয়া হবে।’

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. হাবিবুল হক খান বলেন, ‘ওই পলিথিন কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ’

অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট পলিথিন ফ্যাক্টরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কারখানার মালিক মো. মঈন উদ্দিন বলেন, ‘তিনি বিকল্প জায়গা খুঁজছেন। তিনি শিগগিরই সেখান থেকে কারখানাটি সরিয়ে নেবেন। তবে আপাতত কিছুদিন সময় প্রয়োজন। তাই পরিবেশ অধিদফতরের কাছে সময় চাওয়া হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘তার অজান্তে কিসের ভিত্তিতে ওই কারখানাটি সেখানে গড়ে উঠেছে তা তিনি জানেন না। বিষয়টি তিনি জানতে পেরে ঈদ-উল-আযহার আগে কারখানার কার্যক্রম বন্ধের জন্য বলেন। কিন্তু এরপরও কারখানাটি বহাল তবিয়তে চলছে।’

অনুসন্ধ্যানকালে দেখা যায়, কারখানাটি স্থাপনের সময় অনুমতি দেওয়ার আগে ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া অনাপত্তিপত্রটি অন্য ওয়ার্ড কাউন্সিলরের। কারখানাটি ১৭ নং ওয়ার্ড এলাকায় আর অনাপত্তিপত্র দিয়েছেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন। যার বুনিয়াদেই পরিবেশ অধিদফতর থেকে ছাত্রপত্র দেওয়া হয়েছিল।

কিন্তু কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন বলেন, ‘তিনি ওই অনাপত্তিপত্রের বিষয়ে কিছুই জানেন না। এছাড়া কোনও কাউন্সিলর নিজ ওয়ার্ডের বাইরের কোনও কারখানা স্থাপন বিষয়ে তিনি অনাপত্তিপত্র দেওয়ার অধিকার রাখেন না।’

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক