X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের দাবি মেনে নেওয়া উচিত’

নেত্রকোনা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ২৩:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০০:০৪

কোটা পুনর্বহালের দাবিতে সোমবার নেত্রকোনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে সোমবার (৮ অক্টোবর) নেত্রকোনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,এ দেশের মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের দাবি মেনে নেওয়া উচিত।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেত্রকোনা জেলা শাখার ব্যানারে বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ চলাকালে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,’৭১-এর সেক্টরস কমান্ডার ফোরাম নেত্রকোনার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জোহা।

এ সময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা যাবে না। এটা বহাল রাখতে হবে,এই দাবি আমাদের যৌক্তিক দাবি। সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাই দেশের মানুষের মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের দাবি মেনে নেওয়া উচিত।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মতিন খান, ডায়াবেটিক সমিতির সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জুবেদ আলী, মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেত্রকোনার সভাপতি হাজী খায়রুল ইসলাম বাবুল, সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক হাবিবা রহমান খান শেফালী,জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।

সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি