X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হরিণাকুণ্ডুতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৫:০৬আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৪০

 

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কেসমতপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিলাসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী গ্রুপের চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু গ্রুপের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় কাশেম বিশ্বাসের সমর্থক মাহবুব ও আওলাদ হোসেনের সমর্থক সাহেবের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাকারীদহ গ্রামের মজিবুর রহমান, কেসমতপুর গ্রামের গুলজার হোসেন, লিটন, মইনুল, জাবের, আব্দুল বারি, লিয়াকত ও মাহাবুবসহ অন্তত ২৫ জন আহত হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, কাশেম বিশ্বাসের সমর্থক আলিম মণ্ডল এবং আওলাদ হোসেনের সমর্থক সাদ্দাম মণ্ডলের মধ্যে নিজ বাড়ির শরিকানা সম্পত্তি নিয়ে প্রায় ৩ মাস আগে মারামারি হয়েছিল। আজকের ঘটনার পেছনে এই জমি সংক্রান্ত বিরোধও কারণ ছিল।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!