X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুরে ৮ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:০২

দণ্ডপ্রাপ্ত ৮ জেলে চাঁদপুরে ৮ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী ও মাহবুবুর রহমান এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলো- চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের রিপন পাটোয়ারী (২২), মো. রহিম শেখ (৩৫), মাসুদ পাটোয়ারী (৩০), তরপুরচন্ডী গ্রামের চুন্নু ভূঁইয়া (২৬), ফজলু মিয়া (৩৬), হানিফ ছৈয়াল (২২), বিষ্ণুপুর গ্রামের শরীফ (৩৮), উত্তর শ্রীরামদীর আল আমিন (৩৫)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, বৃহস্পতিবার সারাদিন চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও দুইটি নৌকা জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। আর নৌকা দুটি নৌপুলিশের হেফাজতে রয়েছে। মামলা করা হয়েছে চারটি। তিনি বলেন, ‘প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য নদীতে মাছ ধরা, বাজারজাতকরণ, বিতরণ, সংরক্ষণের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তা যারা অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে মৎস্য রক্ষা আইন ১৯৫০ অনুযায়ী ন্যূনতম শাস্তি হলো এক বছর। আর সর্বোচ্চ শাস্তি দুই বছর। আমার আদালতে ৫ জেলেকে আমি এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।’ তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় আমাদের নৌপুলিশ, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে। প্রতিদিন ৬টি টিম এ কাজে নিয়োজিত রয়েছে।’ বাকি তিন জেলেকে অমিত চক্রবর্তীর আদালতে শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের আরও খবর: 

দোহারে ১৫ জেলের কারাদণ্ড

রাজাপুরে তিন জেলের কারাদণ্ড

পদ্মায় ইলিশ ধরার দায়ে ১৪ জেলের দণ্ড

হালদায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়