X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নভেম্বরে নাফ নদীতে উন্মুক্ত হবে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট

টেকনাফ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১১:১৯আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১২:০১

নাফ নদীতে নির্মিত নতুন জেটি (ছবি: ফৌজিয়া সুলতানা) নাফনদীর ওপর নির্মিত কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার ট্রানজিটঘাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ জেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে ঘাট চালু হতে আরও সময় লাগবে। ঘাটের কিছু কাজ এখনও বাকি আছে, কাজ শেষ হলে আগামী মাসে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হলে ঘাটটিও সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তবে আপাতত ঘাটটি মূলত সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতের জন্যই ব্যবহার করা হবে।

উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনে পযর্টকবাহী জাহাজ চলাচল এবং মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রায় ৩১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে জেটিটি নির্মাণ করছে। এ জেটিতে বিশ্রামাগার, শৌচাগার ও সাতটি সিঁড়ি রয়েছে। এছাড়াও জেটি ব্যবহারকারীদের সুবিধার্থে জেটিটির সামনের দিকে ৯০ মিটার দীর্ঘ ও ৬০ মিটার প্রস্থের গাড়ি পার্কিং স্পট রাখা হয়েছে। মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। দীর্ঘ অপেক্ষার পর ৫৫০ মিটার লম্বা এ জেটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় স্থানীয়রা খুশি। তবে মিয়ানমারের অনাগ্রহের কারণে আপাতত দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য এই জেটি ব্যবহার করা হচ্ছে।

টেকনাফ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী চৌধুরী মো. আসিফ রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘাটটি পুরোপুরি প্রস্তুত হচ্ছে আরও দেড় মাসের মতো সময় লাগবে। জাহাজ ভেড়ার জন্য যে রাবারগুলো লাগানোর কথা ছিল সেগুলোর কাজ পুরোপুরে শেষ হয়নি। মূলত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্যই এই জেটি নির্মাণ করা হয়েছে। কাজ শেষ হলে জেটির দায়িত্ব জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘এই জেটির কিছু কাজ এখনও বাকি রয়েছে। এগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। আমরা আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হবে। জাহাজ চলাচল শুরু হলেই এই জেটি উন্মুক্ত হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, ‘জেটিটি এরইমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া জেটির মাধ্যমে নাফনদীর মাঝামাঝি স্থানে পৌঁছানো যায়, একারণেও পর্যটকদের কাছে এটি আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে। এখানে স্থানীয় লোকজনের আনাগোনাও এখন চোখে পড়ার মতো। ট্রানজিট চালু হলে দু’দেশের লোকজনের পারাপারের সুবিধা তো আছেই, পাশাপাশি টেকনাফে নতুন একটি বিনোদনের ক্ষেত্র তৈরি হলো।’

আরও পড়ুন- শাহপরীর দ্বীপে পাঁচ হাজারের বেশি মানুষ ঘরছাড়া

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া