X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ৪১ জেলের দণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ২৩:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২৩:১২

আটক জেলেরা মুন্সীগঞ্জের পাঁচ উপজেলার পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে মোট ৪১ জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ২৯ জেলের প্রত্যেককে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জনকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪ লাখ ২০ হাজার মিটার জাল ও দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নিপেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, শুক্রবার (১২ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ সদরের শিলই থেকে দুই জেলেকে আটক করে দুই হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলো- শিলইয়ের বিপ্লব (৩০) ও সুজন মিঝি (২৮)। বিকালে সদরের বকচর থেকে ১ লাখ মিটার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। লৌহজং উপজেলায় ২৯ জন জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। গজারিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জনকে আটক করেছে গজারিয়া নৌ-পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গজারিয়ার মেঘনা নদীর ইসমানিরচর ও কাজীপুরা থেকে তাদের আটক করা হয়। তারা হলো- মো. আলমঙ্গীর হোসেন (৪০), মো. মাইনুদ্দিন (৫০), মো. হযরত আলী (৪০), মো. শাহ জালাল (৩২) ও বিল্লাল হোসেন (৩০)। তাদের চার জনকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। টংগিবাড়ি উপজেলার দিঘীরপাড় থেকে তিন জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুই জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। শ্রীনগর উপজেলা থেকে তিন জন জেলেকে আটক করে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি