X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার ইট আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ২৩:১০আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০০:০৮

 


বগুড়া বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যাদেশ হওয়ার আগেই দেড় কিলোমিটার রাস্তা থেকে ইট তুলে ব্যক্তিগত স্থাপনায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান ইটগুলো ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)উদ্যোগে বগুড়া সদরে আসার সুবিধার্থে শাজাহানপুরের চাচাহার থেকে চেচুয়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের টেন্ডার হয়। গত ২৪ সেপ্টেম্বরে টেন্ডার হওয়ার পর চুপিনগরের শামীম আরা খানমের লাইসেন্সে এক কোটি ৬২ হাজার টাকার কাজটি পেয়েছেন তার দেবর ঠিকাদার সিরাজুল হক রিক্তা। রাস্তা থেকে ইট তুলে সেখানে পিকেটের খোয়ায় কার্পেটিং করার কথা।

এদিকে কার্যাদেশ হওয়ার আগেই গোহাইল ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু রাস্তার কিছু অংশ থেকে ইট তুলে নেন। ওই ইট দিয়ে তিনি জামাদার পুকুর এলাকায় ব্যক্তিগত গুদাম নির্মাণ করছেন। ঘটনাটি জানাজানি হলে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযোগ প্রসঙ্গে গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান শুক্রবার বিকালে (১২ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে জানান, ইটগুলো ঠিকাদারের বিলের মধ্যে ধরা আছে। তিনি ঠিকাদারের কাছে অনুমতি নিয়েই সামান্য কিছু নিম্ন মানের ইট নিয়েছেন। পরবর্তীতে ঠিকাদারকে পিকেট (খোয়ার ইট) দিয়ে দেবেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু ব্যক্তি তার ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয় করতেই এসব কথা বলছেন।

শুক্রবার ঠিকাদার সিরাজুল হক রিক্তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ম্যানেজার মোশাররফ হোসেন জানান, ইটগুলো ঠিকাদারের। আর কার্যাদেশ হবার আগেই ফজু চেয়ারম্যান ঠিকাদারের অনুমতি নিয়েই প্রায় ১৪ হাজার ইট নিয়েছেন। পরবর্তীতে ইটগুলো ফেরত দেবেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঠিকাদার এভাবে ইট বিক্রি বা কাউকে ধার দিতে পারেন না। এরপরও না বুঝেই পরবর্তীতে ফেরত দেবার অঙ্গীকারে চেয়ারম্যান সাহেবকে কিছু ইট দিয়েছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী