X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চুরির অভিযোগে যুবলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১২:৪৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:৫৪

পিরোজপুর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি  আসাদুল ইসলামের বিরুদ্ধে  সুপারি চুরির অভিযোগ এনে তার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দলীয় কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজলার চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা আসাদুল ইসলামকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল হাওলাদার জানান, চন্ডিপুরের আওয়ামী লীগ নেতা ফারুক হাওলাদারের বাড়ির সুপারি বাগান থেকে বুধবার রাতে সুপারি চুরি হয়। বৃহস্পতিবার হাটের দিন সকালে  ফারুকের লোকজন চন্ডিপুর বাজারে চুরি হওয়া সাড়ে ১৩ কুড়ি কাঁচা সুপারি  বিক্রি করতে দেখে মিরাজ নামে এক যুবককে। পরে ফারুক ও তার ভাতিজা বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি জিয়াউল হাচান রনি সুপারি বেপারির কাছ থেকে  ওই সুপারি জব্দ করে। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, সুপারি চুরির সঙ্গে ওয়ার্ড যুবলীগ  সভাপতি আসাদুল জড়িত। এই  ইউপি সদস্য বলেন, ‘বিষয়টি  আমাকে  জানানো হলে আমি বিকালে সালিশ মিমাংসার কথা বলি।’

এদিকে এ নিয়ে আসাদুল ইসলামকে দোষারোপ করলে বৃহস্পতিবার বিকালে চন্ডিপুর বাজারে ছাত্রলীগ কার্যালয়ের সামনে বসে আসাদুল ও মিরাজ যুবলীগ নেতা জিয়াউল হাচান রনিকে চড় থাপ্পর মারেন। এ ঘটনার জের ধরে আসাদুলের ওপর ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতা ফারুক তার ভাই বাদশা হাওলাদার ও ভাতিজা রনি আসাদুলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে  পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট এম মতিউর রহমান বলেন, ‘চুরির অভিযোগে এলাকাবাসী আসাদুল ইসলামকে পিটিয়েছে।’

ইন্দুরকানী থানার উপপরিদর্শক জানান, ‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া