X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে ৮শ’ পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৩

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা

খাগড়াছড়ির ৮ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৮শ’ পরিবারের কয়েক হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকির মধ্যে বসবাস করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, জেলা প্রশাসন কর্তৃক জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার জরিপ করে ঝুঁকিপূর্ণ পরিবারের সংখ্যা নির্ণয় করা হয়েছে। তবে এসব পরিবারের মধ্য থেকে ইতোমধ্যে ১১ পরিবারকে স্থায়ী ও নিরাপদস্থানে পুনর্বাসন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে, পর্যায়ক্রমে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা সব পরিবারের পাশে দাঁড়াবে সরকার। ঝুঁকিতে থাকা মানুষদের সম্পদহানির পাশাপাশি প্রানহানির শঙ্কা কমাতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।’  

খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে ৮শ’ পরিবার

খাগড়াছড়ি পৌরসভা মেয়র মো. রফিকুল আলম বলেন, ‘কয়েক বছর আগেও যেসব পাহাড় গাছপালা-লতাপাতা-গুল্ম, পশুপাখি, কীট-পতঙ্গে ভরা ছিল, যেখানে সাঁঝের পর শিয়ালের হুক্কাহুয়াসহ নানা ধরনের বনসংগীতের সুর শোনা যেত, সেখানে আজ মানুষের কড়াল থাবা। নির্বিচারে পাহাড় কেটে পাহাড়ের ওপরে ঘর, পাহাড়ের পাশে ঘর, পাহাড়ের নিচে ঘর, এমনকি পাহাড়ের গ্যাপেও ঘর। যারা পাহাড় শাসানোর স্বপ্নে বিভোর-তারাই নির্ঘুম রাত কাটান পাহাড়ের পাল্টা প্রতিশোধ আতঙ্কে।’ তিনি সবাইকে সতর্ক হওয়ার অনরোধ জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ‘খাগড়াছড়ি জেলার আট উপজেলার শহরগুলোর চারপাশের পাহাড়গুলো অপরিকল্পিত নগরায়নের কালো থাবার শিকার। বড় ধরনের দুর্ঘটনার  আগেই তাদের সচেতন, কার্যকরি উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনসহ জরুরি ভিত্তিতে পুনর্বাসন করা দরকার বলে মনে করি।’

এর আগে দিবসটি উদযাপনে বিশেষ র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল কাদের, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক মো. শানে আলম, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী