X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংসদ সদস্য নিজেই চালালেন লাশবাহী গাড়ি

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২০:৫৪

 
ঝিনাইদহ কর্দমাক্ত পথে নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে এক ব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই ঘটনা এখন আলোচিত হচ্ছে ঝিনাইদহ জেলা জুড়ে। লাশটি সম্প্রতি মালয়েশিয়াতে মারা যাওয়া সংসদ সদস্যের নির্বাচনী এলাকা কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ভিটেখোলা গ্রামের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির।

শনিবার (১৩ অক্টোবর) রফিকুলের মৃতদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছানোর পর রাস্তায় কাদা দেখে এর চালক যেতে অস্বীকার করে। সে সময় সংসদ সদস্য নিজেই ঝুঁকি নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি চালিয়ে মৃতদেহটি বাড়িতে পৌঁছে দেন। এর আগে কালীগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় আহতদের নিয়ে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে যশোরের হাসপাতালে পৌঁছে দিয়ে আলোচিত হন আনোয়ারুল আজিম আনার।

এ বিষয়ে মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক সংগ্রাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিটেখোলা গ্রামের রফিকুল ইসলাম মালয়েশিতে থাকত। গত বুধবার সেখানে ডেঙ্গুজ্বরে মারা যায় সে। সেখান থেকে বিমানযোগে শনিবার ভোরে তার মৃতদেহ দেশে আনা হয়।এরপর দুপুরে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে তার লাশ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু এলাকায় আসার পর মৃত রফিকুলের বাড়ি যাওয়ার পথে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী ছিল। গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজে রাস্তাটির এমন দশা হয়েছে। অ্যাম্বুলেন্স চালক ঝুঁকিপূর্ণ এই রাস্তায় যেতে অস্বীকার করেন। এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দুই ব্যক্তির জানাজা নামাজ শেষে আরও একটি জানাজার উদ্দেশ্যে ওই পথে যাচ্ছিলেন। তিনি ঘটনা জানার পর নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রফিকুলের মৃতদেহ বাড়িতে পৌঁছে দেন।’

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমি দুই ব্যক্তির জানাজার নামাজ শেষে ওই পথে যাচ্ছিলাম। ভিটেখোলায় পৌঁছে দেখি লাশবাহী একটি অ্যাম্বুলেন্স কাদাযুক্ত রাস্তায় যেতে না চাওয়ায় গ্রামের মানুষ চালকের উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সে সময় আমি নিজেই অ্যাম্বুলেন্সটি চালিয়ে মৃতদেহ বাড়িতে পৌঁছে দিই। এরপর সেখানে উপস্থিত থেকে মৃত রফিকুলের দাফন শেষ করে ফিরে আসি।’

জানা যায়, আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন-রাত যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যেকোনও গ্রামে পৌঁছে যান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি