X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উন্নতির স্বীকৃতি উদ্দীপনা জোগাবে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ২২:৫০আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২২:৫৪

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উন্নতির স্বীকৃতি বাংলাদেশের সর্বস্তরে কাজের উৎসাহে দারুণ এক উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । তিনি বলে, ‘বাংলাদেশের অগ্রগতি এখন আর শুধু আমাদের মুখের বা শুধু বাংলাদেশের স্বীকৃতি নয়, সমগ্র বিশ্ব আর আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে। আজকের পত্রিকাগুলোতে আছে, মানবসম্পদ উন্নয়নে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এগিয়ে আছে পাকিস্তান থেকেও। বিশ্ব ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের জন্য এটা একটি বিশাল অর্জন। সংস্থাটি বলছে, এই মুহূর্তে বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু হার, শিশুদের স্কুলে যাওয়ার গড় সময়, শিক্ষার মান, প্রাপ্তবয়স্কদের অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত টিকে থাকার হার এবং শিশুদের ঠিক আকারে বেড়ে ওঠা- এই পাঁচটি মানদণ্ড ব্যবহার করে সূচকটি তৈরি করা হয়েছে। এই সূচকের মাধ্যমে একটি শিশুর শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবা এবং টিকে থাকার সক্ষমতা বিচার করে ভবিষ্যতে তার উৎপাদনশীলতা এবং আয়ের সম্ভাবনা বোঝার চেষ্টা করেছে বিশ্ব ব্যাংক।’

শনিবার (১৩ অক্টোবর) বিকালে কুমিল্লার লাঙ্গলকোটে এক জনসভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  এসব কথা বলেন। ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এই আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ‘‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জয়ী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি মিলেছে। ৯৭ ভোট পেলেই এই সংস্থার সদস্য হওয়া যায়, সেখানে বাংলাদেশ পেয়েছে ১৭৮ ভোট। গত শুক্রবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সদস্যরা এই নির্বাচনে অংশ নেয়। গোপনে ব্যালটের এ নির্বাচনে বিজয়ীরা তিন বছরের জন্য দায়িত্ব পাবেন আগামী ১ জানুয়ারি থেকে। সারাবিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই সংস্থা কাজ করে। এমনকি আকাশপথের নিরাপত্তা সূচকে ভালো করায় ‘আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পুরস্কার বা সনদ অর্জন মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) সদস্য দেশগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নতির স্বীকৃতি। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কানাডার মন্ট্রিলে আইকাও সদর দফতরে ১৩তম এয়ার নেভিগেশন কনফারেন্সে গত মঙ্গলবার বাংলাদেশকে এ সনদ দেওয়া হয়। এগুলো সবই আমাদের উন্নয়নের অগ্রযাত্রার স্বীকৃতি। সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফসল ছাড়া আর কিছু নয়। তাই আমাদেরকে এ উন্নয়ন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে, জনগণকে পৌঁছে দিতে হবে উন্নত দেশের মঞ্চে।’’

অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্যসচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা