X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে বাসচাপায় ২ স্কুলছাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ২০:৫৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২২:৫৫

বাস চাপা স্কুলের সামনের সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় প্রাণ হারাল রাজবাড়ীর দুই স্কুলছাত্রী। স্কুলের মূল্যায়ন পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় তারা। নিহত ছাত্রীরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। শনিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, দৌলতদিয়া উম্বার কাজীর পাড়া গ্রামের জামাল শেখের মেয়ে জাকিয়া আক্তার কেয়া (১৫)এবং যদু ফকিরের পাড়া গ্রামের সালাম মণ্ডলের মেয়ে চাঁদনী আক্তার (১৫)। দুই ছাত্রী নিহতের ঘটনায় স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার দুপুরে স্কুলে নবম শ্রেণির ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা ছিল। কেয়া ও চাঁদনী পরীক্ষার জন্য স্কুলে আসছিল। স্কুলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চাঁদনী ঘটনাস্থলেই মারা যায়। কেয়াকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠাতে বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানো হলে সেও মারা যায়। তারা দুজনই মেধাবী ছাত্রী ছিল।তাদের মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর ২টার দিকে কেয়া ও চাঁদনী নামে দুই ছাত্রীকে নিয়ে আসা হয়।চাঁদনীকে মৃত অবস্থায় আনা হয়েছে।কেয়ার অবস্থা খুবই খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় কেয়া মারা যায়।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি বাসের নিচে চাপা পড়ে দুই ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা রাস্তায় যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়