X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এবার ৬৬৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে,৬৯টি অধিক ঝুঁকিপূর্ণ

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১২:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১২:০৭

বগুড়া

বগুড়ায় এ বছর ১২ উপজেলায় ৬৬৯টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব জানান,গত বছর ৬২১টি মণ্ডপে পুজা অনুষ্ঠিত হলেও এ বছর জেলায় ৬৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সদরে ১১২টি, শিবগঞ্জে ৫১টি, সোনাতলায় ৪৪টি, দুপচাঁচিয়ায় ৩৮টি, আদমদীঘিতে ৬১টি, ধুনটে ৩৯টি, শাজাহানপুরে ৫৬টি ও শেরপুর উপজেলায় ৮৪টি মণ্ডপ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন পরিষদের নেতারা রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন।’

ডিআইও-১ মো.শাহজাহান বলেন, এ বছর মোট মণ্ডপের মধ্যে ১৬৯টি অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) ও ২১৩টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান,‘হিন্দু ধর্মাবলম্বীরা যাতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে সেজন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মন্দিরকেন্দ্রিক, স্টাইকিং ও রিজার্ভ ফোর্স থাকবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম মো. আবু হেনা জানান, বগুড়ার ৬৬৯টি পূজা মণ্ডপের জন্য (প্রতি মণ্ডপে ৪৯০ কেজি) ৩২৮ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। গত ১০ অক্টোবর উপজেলা পর্যায়ে এসব উপ-বরাদ্দ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা মণ্ডপগুলো পরিদর্শন করে চালগুলো দেন।

এদিকে শহরের দত্তবাড়ি, চেলোপাড়া, ফুলবাড়ি, নবাববাড়ি, টিনপট্টি, ডালপট্টিসহ বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজ নিয়ে দেখা গেছে, মণ্ডপ ও প্রতিমার সাজ-সজ্জা শেষ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা পুজোর কেনাকাটা শেষ করেছে।  এতোদিন মার্কেটগুলোতে ছিল প্রচণ্ড ভির। শেষ মুহূর্তে চলছিল তৈরি পোশাক ও প্রসাধনীর কেনাকাটা।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাঁ সাংবাদিকদের জানান, পূজার সময় জেলার সব মদের দোকান বন্ধ, রাত ১০টার পর মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ, গভীর রাতে ডিস্কো নাচের আয়োজন বন্ধ, পূজার মেলায় জুয়ার আসর বসানো যাবে না। এছাড়াও নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মন্ডপগুলোর আশপাশে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা