X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বন্দুকযুদ্ধে’ নিহত পায়েল ১৫ ঘণ্টা নিখোঁজ ছিলেন!

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২০:২৩

`বন্দুকযুদ্ধে` নিহত পায়েল জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ময়মনসিংহ মহানগরীর পুরোহিতপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে পায়েল (২৯) প্রায় ১৫ ঘণ্টা নিখোঁজ ছিলেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পায়েলের মা পারুল আক্তার দাবি করেন, রবিবার (১৪ অক্টোবর) বেলা ৩টার দিকে ময়মনসিংহ সদরের দিগারকান্দা বাইপাস এলাকার বালুর ট্রাক থেকে ডিবি পুলিশের পরিচয়ে পায়েলকে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরে পায়েলের মৃতদেহ আছে জানতে পারেন তারা। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পায়েলের লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

পারুল আক্তার আরও জানান, ‘দেড় বছর আগে মাদকের একটি মামলার ওয়ারেন্টের আসামি হিসেবে পুলিশ পায়েলকে গ্রেফতার করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। দীর্ঘ দিন জেল হাজতে থাকার পর গত ২৫ সেপ্টেম্বর পায়েল জামিনে বের হয়ে আসে। পরে গার্মেন্টেসে কাজ করবে বলে ভালুকার মাস্টারবাড়ি ফুফু আমেনা খাতুনের বাসায় চলে যায়। এক সপ্তাহ পরে আমেনার মেয়ে সুরমা বেগম ও মেয়ের জামাই ওহাব মিয়া তাদের বালুর ট্রাকে কাজ দেওয়ার কথা বলে তাকে চুরকাই নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে সে থেকে বালুর ট্রাকে কাজ করে আসছিল।’

পারুল আরও জানান, রবিবার দুপুরে চুরখাই ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ওহাবকে আটক করে। ওহাব পুলিশের কাছে পায়েলের নাম বলায় পুলিশ বাইপাস মোড়ে বালুর ট্রাক থেকে তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। খবর পেয়ে পায়েলকে খুঁজতে ডিবি অফিসে গেলেও তার ছেলের সন্ধান মেলেনি। পরে সোমবার সকালে জানতে পারেন পায়েলের লাশ হাসপাতালে রাখা আছে। আটককৃত ওহাবকে রাতেই ডিবি পুলিশ ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলেকে ‘হত্যা’র বিচার দাবি করেছেন এই মা।   

পায়েলের দাদী জমিলা খাতুন জানান, পায়েলের মা শম্ভুগঞ্জে একটি সুতার মিলে কাজ করে মাসে ৫ হাজার টাকা পান, ওই টাকায় তাদের সংসার চলে। পায়েল জেল হাজত থেকে বের হয়ে ভালো হয়ে গিয়েছিল দাবি তিনি বলেন, ‘পায়েলের ফুফাত বোন জামাই মাদক ব্যবসায়ী ওহাব তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। এখন লাশ হয়ে ঘরে ফিরলো। এই সংসারটা কীভাবে চলবে। অভাবের সংসারে পায়েলের লাশ দাফনের টাকাও তার মায়ের কাছে নাই।’

পায়েলের ফুফু আমেনা খাতুন জানান, ‘জেল থেকে বের হয়ে গার্মেন্টেসে কাজ করবে বলে পায়েল আমার বাসায় এক সপ্তাহ ছিল। পরে আমার মেয়ের জামাই ওহাব তাকে নিয়ে আসে বালুর ট্রাকে কাজ দেওয়ার জন্য। ওহাবের কারণেই পায়েল গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।’

পায়েলের ফুফাত বোন সুরমা বেগম (ওহাবের স্ত্রী) জানান, তার স্বামীকে রবিবার দুপুরে চরখাইয়ের গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাতে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। তবে পায়েলকে পুলিশ ধরেছিল কিনা এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না।

জেলা গোয়েন্দা বিভাগের ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, পায়েল নিখোঁজ হয়েছিল এ বিষয়টি তাদের জানা নাই। ডিবি অফিসে এসে পায়েলের পরিবরের সদস্যরা তার খোঁজ করেছিল এমন তথ্যও তাদের জানা নাই।  তবে পায়েলের বিরুদ্ধে মাদকসহ ১১টি মামলা ছিল।

উল্লেখ্য, রবিবার রাত সোয়া ১টার সময় ময়মনসিংহ সদরের আকুয়াখালপাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পায়েল গুলিবিদ্ধ হয়। রাতেই তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন- পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!