X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কৃষিতে প্রণোদনা পাবেন নীলফামারীর সাড়ে ১৭ হাজার কৃষক

নীলফামারী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৫:০৩

নীলফামারী নীলফামারীতে এবার রবি ও খরিব মৌসুমে দুই কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকার কৃষি প্রণোদনা পাবেন জেলার ১৭ হাজার ৪৪৫ জন কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ওই পরিমাণ টাকার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে। এ লক্ষ্যে কৃষি বিভাগের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করছেন। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কেরামত আলী।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, ২০১৮-২০১৯ সালের রবি ও খরিব মৌসুমে গম, ভুট্টা, সরিষা, বিটি বেগুণ ও মুগডালের উৎপাদন বাড়াতে জেলার কৃষকদের কৃষি প্রণোদনা দেওয়া হবে। প্রণোদনার আওতায় ১৭ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে গম চাষে পাঁচ হাজার কৃষকের জন্য ৯৮ লাখ ২৫ হাজার টাকা, ভুট্টা চাষে নয় হাজার ৪০০ কৃষকের মাঝে এক কোটি ২২ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা, দুই হাজার কৃষকের সরিষা চাষে ১৫ লাখ ৭৩ হাজার টাকা, ৪৫ জন কৃষকের বিটি বেগুণ চাষে ৪৪ হাজার ৭৭৮ টাকা, এক হাজার কৃষকের মুগডাল চাষে নয় লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। প্রতিজন কৃষক এক বিঘা জমিতে আবাদের (চাষ) জন্য ওই প্রণোদনা পাবেন।

কেরামত আলী বলেন, ‘অল্প সময়ের মধ্যে ওই প্রণোদনা বিতরণের কাজ শুরু হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এখন উপজেলা পর্যায়ে পাঠানো হবে। সেখানে সভা করে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে কতজন কৃষক প্রণোদনা পাবেন তা নির্বাচন করা হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর বর্ষার পর কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার জেলায় ১৭ হাজার ৪৪৫ জন কৃষক এই প্রণোদনা পাবেন।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!