X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে আ.লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর পাল্টাপাল্টি শোডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৯:১০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৯:২২

মোহাম্মদ আব্দুল্লাহর গণসংযোগ লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে পাল্টাপাল্টি শোডাউন করেছেন আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী একই স্থানে পৃথকভাবে এ শোডাউন করেন। মোহাম্মদ আব্দুল্লাহর গণসংযোগ

সকাল ১১টার দিকে বর্তমান সরকারের উন্নয়ন বার্তা প্রচার ও নৌকায় ভোট চেয়ে স্থানীয় কমলনগরের তোরাবগঞ্জ থেকে হাজির হাট পর্যন্ত গণসংযোগ করেন মোহাম্মদ আব্দুল্লাহ এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুসহ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে করে শোডাউন করেন।

একইদিন একইস্থান থেকে সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী বিশাল বহর নিয়ে নৌকার প্রচারণায় মাঠে নামেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারসহ শতাধিক দলীয় নেতাকর্মী।

ফরিদুন্নাহার লাইলীর গণসংযোগ

লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী জাতীয় সংসদ র্নিবাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণসংযোগ করছি। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। আর আওয়ামী লীগে এত দৈন্যদশা হয়নি যে অন্য জেলা থেকে লোক এনে এখানে প্রার্থী করা হবে।’

ফরিদুন্নাহার লাইলীর গণসংযোগ

কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দলের পক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র বিলি করতে এসেছি। আমি লক্ষ্মীপুর-৪ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো।’

কমলনগর থানার অফিসার ইনর্চাজ ইকবাল হোসেন জানান, ‘আওয়ামী লীগের দুই নেতা গণসংযোগ করেছেন। আমরা পর্যাপ্ত পুলিশ দিয়েছি এবং লক্ষ্মীপুর পুলিশ লাইন থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। অপ্রীতিকর কিছু ঘটেনি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া