X
শনিবার, ৩০ মার্চ ২০২৪
১৬ চৈত্র ১৪৩০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ রোহিঙ্গা দগ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৪

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফের জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শালবাগান ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন– মোহাম্মদ ইউনুছ (৩০), তার স্ত্রী ছেতারা বেগম (২২) ও তাদের এক বছরের ছেলে মোহাম্মদ ইয়াছিন। তারা ওই ক্যাম্পের ডি-২ ব্লক থাকেন। মিয়ানমারের মংডু নেংরাডং গ্রাম থেকে এসেছেন তারা। এদের মধ্যে ইয়াছিন ও তার মা ছেতারা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

রোহিঙ্গারা জানান, মঙ্গলবার রাতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা শিবিরের ছেতারা বেগম তার ঝুপড়ি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে প্রথমে তার শরীরে আগুন লেগে যায়। পরে একই কক্ষে থাকা স্বামী ও ছেলেও দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। আগুন নেভান এবং তাদের উদ্ধার করে দুজনকে উখিয়া কতুপালং হাসপাতালে ও অপরজনকে কক্সবাজারে পাঠানো হয়। মা-ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাত, পা ও পিঠ গুরুতর দগ্ধ হয়েছে।

টেকনাফের দক্ষিণ হ্নীলা নয়াপাড়া শালবাগান ২৭ নম্বর ক্যাম্পের ডি-১১ ব্লকের মাঝি নুরুল আলম বলেন, ‘ক্যাম্পের অন্যান্যের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে বড় ধরণের বিপদ ঘটতে পারতো। ’

এ ব্যাপের শালবাগান ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, ‘রোহিঙ্গা শিবিরে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উখিয়া ও কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারসহ ৬ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের
ছাত্রলীগ নেতাদের প্রবেশসংশ্লিষ্ট শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারসহ ৬ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের
উজ্জ্বল-ঝুমুরের প্রেমের কাঁটা সন্ত্রাসী শফিক!
উজ্জ্বল-ঝুমুরের প্রেমের কাঁটা সন্ত্রাসী শফিক!
মার্কিন সাহায্য না পেলে ইউক্রেন বাহিনীকে পিছু হটতে হবে: জেলেনস্কি
মার্কিন সাহায্য না পেলে ইউক্রেন বাহিনীকে পিছু হটতে হবে: জেলেনস্কি
এক ঘণ্টা ৪৫ মিনিটে ভাঙ্গা থেকে যশোর গেলো ট্রায়াল ট্রেন
এক ঘণ্টা ৪৫ মিনিটে ভাঙ্গা থেকে যশোর গেলো ট্রায়াল ট্রেন
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ