X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের ১৯শ’ চালকল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৯:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৫৮

দিনাজপুরে চাল কল মালিকদের সংবাদ সম্মেলন ব্যাংক ঋণ ও বিদেশ থেকে চাল আমদানির কারণে দিনাজপুরের প্রায় ১৯ শ’ চালকল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জেলা চালকল মালিক গ্রুপ। জেলার ৭৫ শতাংশ চালকলই বন্ধ হয়ে গেছে বলে জানান তারা। সব ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও চালের আমদানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন দিনাজপুর চাল কল মালিক গ্রুপ এই তথ্য জানায়।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা চাল কল মালিক গ্রুপের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক সুজাউর রব চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘জেলায় ২ হাজার ৫১৬টি চালকল রয়েছে। এসব চালকল বেশিরভাগই ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। সরকারি ব্যাংকের সুদের হার ৯ শতাংশ বাস্তবায়ন করলেও বেসরকারি ব্যাংকের ঋণ সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ করেনি। এছাড়া ২০১৭ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ চাল আমদানি করা হয়। যাতে করে চালের মজুত গড়ে উঠেছে এবং বাজারে চালের মূল্য হ্রাস পাচ্ছে। যাতে চালকল মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইতোমধ্যেই প্রায় ৭৫ শতাংশ চালকল বন্ধ হয়ে গেছে। সংখ্যার ভিত্তিতে এর পরিমাণ প্রায় ১৯শ’। তাই ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও চালের আমদানি বন্ধ করার দাবি জানান তারা।

চাল কল মালিকরা জানান, মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত এই অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক-কর্মচারীর জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে। প্রতিটি মিলে ৮০ থেকে ১৫০ জন শ্রমিক-কর্মচারী নিয়োজিত থাকে বলে এসময় জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সরকারি খাদ্য গুদামসহ, ধানচালের ব্যবসায়ী ও কৃষকদের কাছে ব্যাপক পরিমাণ ধান-চালের মজুত গড়ে উঠেছে। এ মজুতের কারণে প্রতিনিয়ত ধানচালের বাজার মূল্য হ্রাস পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বঞ্চিত হবে। একইসঙ্গে কৃষিভিত্তিক এই শিল্প চালকলগুলো ব্যবসায়ীক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোসাদ্দেক হুসেন, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ। পরে চালকল মালিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী